মঙ্গলে মরু শহরে শুরু এশিয়া কাপ, ২৩ বছর পর ভারতীয় দল স্পনসরহীন, তৈরি সূর্যকুমাররা

0

স্পোর্টস ডেস্ক:

অপেক্ষার শেষ হতে চলল। নানা নাটকীয়তার পর নিরপেক্ষ ভেন্যুতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ ক্রিকেট। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। খুঁটিনাটি বেশ কিছু বিষয় ক্রিকেটপ্রেমীদের জেনে রাখা দরকার।

মোট ৮টি দল এ বার অংশ নেবে এবং ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ দুবাইতে এবং ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুই গ্রুপের প্রথম দুটি দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে প্রথম ও দ্বিতীয় দল খেলবে ফাইনালে।

গ্রুপ এ’তে খেলবে ভারত, পাকিস্তান, ওমান, আরব আমিরশাহি গ্রুপ বি’তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।

প্রথমবার ১৯৮৪ সালে, অংশগ্রহণ করেছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ওয়ানডে বিশ্বকাপের চেয়ে মাত্র ৯ বছরের ছোট এই টুর্নামেন্ট। শুরুতে এটা ওয়ানডে ফরম্যাটে হতো, তবে পরবর্তীতে বিশ্বকাপের সূচি অনুযায়ী ওয়ানডে ও টি২০, দুই ফরম্যাটেই আয়োজিত হয়ে আসছে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপকে মাথায় রেখেই এবার হবে টি২০ ফরম্যাটে।

২০০৮ সালের পর থেকে প্রতি দুই বছরে একবার করে মাঠে গড়ায় এটি। মাঝে ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাসের কারণে হয়নি এশিয়া কাপ। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ বার ট্রফি জিতেছে ভারত। ৬ ট্রফি নিয়ে ২ নম্বরে শ্রীলঙ্কা।

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই এশিয়া কাপের সবচেয়ে আলোচিত লড়াই। গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচহবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। সুপার ফোরে আবারো মুখোমুখি হতে পারে দুই দল, তবে আজ পর্যন্ত এশিয়া কাপে তারা কখনো ফাইনালে মুখোমুখি হয়নি।

এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে কোনও স্পনসরের লোগো থাকবে না। এশিয়া কাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশিত হয়েছে, যার ওপর কোনও স্পনসরের নাম নেই।ভারতীয় ক্রিকেটাররা ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও স্পনসরবিহীন জার্সি পরে মাঠে নেমেছিলেন।

আবুধাবিতে গ্রুপ বি, র প্রথম ম্যাচে মঙ্গলবার আফগানিস্তান , হংকংয়ের বিরুদ্ধে খেলবে। বুধবার ভারত এশিয়া কাপে অভিযান শুরু করবে। গ্রুপ এ’ তে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।

আম্পায়ারদের তালিকায় ভারত থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পন্ডিত। শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে ছাড়া থাকছেন রবীন্দ্র উইমালাসিরি। আফগানিস্তানের দুই আম্পায়ার হলেন আহমদ পাকতিন এবং ইজ়াতুল্লাহ সফি। পাকিস্তানের দু’জন হলেন আসিফ ইয়াকুব এবং ফয়সল আফ্রিদি। দুই ম্যাচ রেফারি হলেন পাইক্রফ্ট এবং রিচি রিচার্ডসন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *