পরপর অবসর, শামিও কি সেই রাস্তাতেই হাঁটবেন, জল্পনার মাঝেই এল জবাব

0





মাঝে পাঁচদিনের ব্যবধান। ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন দুই নক্ষত্র। একজন রোহিত শর্মা, অন্যজন বিরাট কোহলি। ভারতীয় লাইনআপ কী হবে, তা নিয়েই যখন আলোচনায় মগ্ন ক্রিকেটভক্তরা, তখন তৃতীয় জনকে নিয়েও জল্পনা উঠে এল অবসরের। এখন প্রশ্ন একটাই, রোহিত, বিরাটের পর কি মহম্মদ শামি!  টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই মুখ খুলেছেন ভারতীয় এই ফাস্ট বোলার। রোহিত-বিরাটের বিদায়ের পরই সম্প্রতি বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল ভারতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটারও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা ভাবনা করছেন।তিনি আর কেউ নন, মহম্মদ শামি । এই রিপোর্ট ও জল্পনাকে অবশ্য সরাসরি নস্যাৎ করে দিলেন মহম্মদ শামি। বাংলার হয়ে দাপট দেখানো ভারতীয় বোলার শামি ইতিমধ্যেই ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছন। তাঁর ঝুলিতে ২৭.১ গড়ে ২২৯টি টেস্ট উইকেটও রয়েছে। ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের অন্যতম তিনি।

আর তিনি যে এখনই টেস্ট অবসর নিয়ে কিছু ভাবছেন না, তা তাঁর সমাজ মাধ্যমের  পোস্টেই কার্যত প্রমাণ হয়ে যায়। পরে কী হয়, সেটা সময়ই বলবে। তবে অবসর না নিলেও, শামির ইংল্যান্ড সফরে দলে সুযোগ পাওয়া নিয়ে খানিক প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এর কারণ তাঁর ফিটনেস। শামি ২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। তারপর থেকে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। অর্থাৎ প্রায় বছর দু’য়েক কোনও টেস্ট ম্যাচ খেলেননি তিনি। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘদিন মাঠের বাইরেও ছিলেন তিনি।

বর্তমানে আইপিএলে খেলছেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে ভারতীয় দলেও ফিরেছেন তিনি। তবে শামির ফিটনেস নিয়ে এখনও পর্যন্ত নির্বাচকরা সম্পূর্ণ নিশ্চিত নন। দাবি করা হচ্ছে দীর্ঘ সময়ের পর শামির শরীর আপাতত লম্বা ফর্ম্যাট খেলার জন্য প্রস্তুত কি না, সেটা দেখেই ইংল্যান্ড সফরে তাঁর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেতে পারেন অর্শদীপ সিংহ। তারকা বাঁ-হাতি ফাস্ট বোলারের আসন্ন বিলেত সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে জোর কানাঘুষো শোনা যাচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *