রাজনীতির মঞ্চ ছেড়ে সঙ্গীতমহলে অমিত শাহ ও রাজনাথ সিং! গান বাঁধলেন কৈলাশ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজনীতির ময়দানে উভয়ই দাপুটে নেতা। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিংহ, দুই গুরুত্বপূর্ণ নাম। তবে এ বার রাজনীতি নয়, বরং একেবারে অন্য ভূমিকায় দুই নেতা। জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গানের সঙ্গে যুক্ত হলেন তাঁরা। কী ভাবে?

ভারতীয় সেনাকে নিজের গাওয়া গান উৎসর্গ করেছেন কৈলাস। গানের নাম, ‘ভারতীয় সেনা’। সেই গানেই কণ্ঠ দিতে দেওয়া গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে। গানের মিউজিক ভিডিয়োতে সেনাবাহিনীর বীরত্ব নিয়ে বক্তৃতা দিচ্ছেন, এমন কিছু অংশ ব্যবহার করা হয়েছে। সঙ্গীতশিল্পীর কথায়, এই গানে উঠে এসেছে ভারতীয় সেনাবাহিনীর উদ্যম, শক্তি, সাফল্য ও সাহসের কথা।

সংবাদমাধ্যমের কাছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে কৈলাশ খের বলেন, “আমি সেনাবাহিনীর ত্যাগ ও যন্ত্রণার কথা বলতে চাই না। বরং তাঁদের মধ্যে যে শক্তি ও সাহসিকতা ও আত্মবিশ্বাস রয়েছে, সেটাই তুলে ধরতে চেয়েছি।” জানেন কি, কৈলাশের কাছে এই গানটি বাঁধার প্রস্তাব এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই। গানটি তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন মাস। গায়ক বলেন, “কেন্দ্রীয় মন্ত্রকের তরফে আমার কাছে প্রস্তাব আসে। ভারতীয় সেনার শক্তি ও ক্ষমতাকে ঘিরেই একটি গান তৈরি করতে বলা হয়েছিল আমাকে। এ যেন আমার কাছে পরম প্রাপ্তি। একইসঙ্গে একটা দায়িত্বের কাজও বটে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *