‘অনুরাগীদের কাছে মাথা নত করলাম’, বললেন অমিতাভ, হঠাৎ এমন কী হল জলসার সামনে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পছন্দের তারকাদের সামনে থেকে দেখার শখ কার না থাকে! কখনও নিজস্বী তোলার আবদার, আবার কখনও হাত মেলালোর ইচ্ছে, এক এক সময় এক এক রকম কাণ্ড করে বসেন অনুরাগীরা। তবে কিছু মানুষের জন্য প্রিয় তারকার কেবল এক ঝলকই যথেষ্ট হয়। সেই কারণেই তো শাহরুখ খানের ‘মন্নত’ হোক বা অমিতাভ বচ্চনের ‘জলসা’ অ্যাপার্টমেন্ট, রোদ-জলের পরোয়া না করে প্রতি মুহূর্তেই সেখানে যেন অপেক্ষায় থাকেন শ’য়ে শ’য়ে অনুরাগীতা। তাঁদের ভালবাসায় আপ্লুত স্বয়ং বিগ-বিও।
তিনি জানান, তাঁর জন্য যাঁরা প্রার্থনা করছেন, তাঁদের সকলের কাছে মাথানত করেন তিনি। সম্প্রতি তাঁর ব্লগে কিছু ছবি ভাগ করে নেন অমিতাভ। যেখানে দেখা যায়, মুষলধারার বৃষ্টিকেও উপেক্ষা করে অনুরাগীরা দাঁড়িয়ে রয়েছেন শুধু তাঁর অপেক্ষায়। ভালবাসা উজাড় করে তিনি লেখেন, ‘মুষলধারায় বৃষ্টি। তবুও তাঁরা দাঁড়িয়ে ছিলেন। এই স্নেহ প্রকাশ করার মতো আমার কাছে না আছে কোনও উত্তর, না আছে শব্দ।’
বর্ষীয়ান অভিনেতা এও জানান, তিনি এক বার বৃষ্টির জন্য চলেও যেতে চলেছিলেন তাঁদের। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। অমিতাভ লেখেন, ‘ঈশ্বরের কৃপা সবসময় তাঁদের উপর বজায় থাকুক, যাঁদের ভালবাসাকে বৃষ্টির জলও আটকাতে পারে না। অনেক বলেছিলাম যে তোমরা ঘরে চলে যাও। বৃষ্টি পড়ছে। কিন্তু না, তাঁরা দাঁড়িয়ে ছিলেন একইভাবে। তাঁদের সামনে আমি নতমস্তক।”