সোশ্যাল মিডিয়ায় পরিচয়, স্কুল পড়ুয়া প্রেমিকার টানে আমস্টারডাম থেকে নদিয়ায় যুবক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার নজির নেহাত কম নয়। তাই বলে সুদূর নেদারল্যান্ডস থেকে পশ্চিমবাংলার নদিয়া! সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়েছেন আমস্টারডামের এক যুবক।

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, ভিনদেশি সেই যুবকের নাম হেনরিক। ‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন সূত্রে খবর, গত সোমবার প্রথমে মায়াপুরে পৌঁছন তিনি। তারপর সেখান থেকে চলে যান তেহট্টের দিকে। বেলা সাড়ে ১১টা নাগাদ তেহট্ট এসে পৌঁছন তিনি। সেখানেই দেখা করেন একাদশ শ্রেণিতে পাঠরত বান্ধবীর সঙ্গে। প্রায় ৭০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আসেন হেনরিক।

যদিও এত হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে এই দেশে এসেও নিজের বান্ধবীর সঙ্গে শান্তি মতো কথা বলতে পারেননি হেনরিক। হঠাৎই মাঝে এসে পড়ে স্থানীয় থানার পুলিশ। বিষয়টি খোলসা করেই বলা যাক। তেহট্টের বিডিয়ো অফিসের সামনে প্রথম ওই যুবককে লক্ষ করেন স্থানীয়রা। একজন দীর্ঘাকায় ভিনদেশি পুরুষকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে সন্দেহ জাগে তাঁদের। জিজ্ঞেস করতেই উত্তর আসে, সে এসেছে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে। পরক্ষণেই নজরে আসে সেই মেয়েটিও। তার স্কুলের জানালা থেকে হাত নাড়ছে যুবকের দিকে তাকিয়ে।

বেলা বাড়তেই ওই ভিনদেশি যুবককে দেখা যায় মেয়েটির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে। প্রায় ৩০ মিনিট কথা বলেন তাঁরা। মেয়েটিকে কিছু উপহার দিতেও দেখতে পান অনেকে। তারপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যেহেতু হেনরিকের বান্ধবী এখনও নাবালিকা। তাই তার সঙ্গে বেশিক্ষণ থাকার অনুমতি দেয় না পুলিশ। পাশাপাশি, তাকে আবার নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয় তারা। হেনরিক শোনেন এবং কথা বলে, একটি পুতুল উপহার দিয়ে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য রওনা দেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *