সুরের জাদুতে কেড়েছিলেন অরিজিতের মনও, ২৭ বছরে পক্ষাঘাতগ্রস্ত গায়ক এনজেল নূর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: খুবই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে একটি গান ‘যদি আবার’। এর নেপথ্যে যিনি রয়েছেন, তাঁর কণ্ঠে মজেছেন স্বয়ং অরিজিৎ সিংও। বাংলাদেশের সঙ্গীতশিল্পী এনজেল নূর। এরই মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন ও পার বাংলার জনপ্রিয় শিল্পী। মুখের বেশ কিছু অংশ এখনও পক্ষাঘাতগ্রস্ত হয়ে রয়েছে।
জানা যায়, দিন কয়েক আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল নূরের। তবে দ্রুত শুরু হয় চিকিৎসা। এখন কেমন আছেন গায়ক? সংবাদমাধ্যমকে তিনি নিজেই জানান এই মুহূর্তে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। নূর বলেন, “আমি এখন ভাল আছি। সুস্থ হয়ে উঠছি ক্রমশ। এখন কথা বলতে পারছি। কিছু দিন আগে কথা বলতেও অসুবিধা হচ্ছিল।”
এনজেল নূরের বয়স এখন ২৭। হঠাৎ কেন এমন পরিস্থিতি সৃষ্টি হল তাঁর? নূর বলেছেন, “ব্যক্তিগত কিছু বিষয়ে দীর্ঘ দিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এই কারণেই স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।”
নতুন প্রজন্মের কাছে খুবই পরিচিত নাম এনজেল নূর। ‘যদি আবার’ গানটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে নেটাগরিকদের। তালিকায় কিন্তু রয়েছেন অরিজিৎ নিজেও। এই গান শুনে তিনি মন্তব্য করেছিলেন, ‘কী অসাধারণ একটা গান!’ তার পর থেকে ভারতের সঙ্গীতপ্রেমীদের কাছেও পরিচিত হয়ে উঠেছেন তরুণ গায়ক।