‘যত কাণ্ড’ ছবির প্রচারে! কেন অনুপস্থিত আবীর? মুখ খুললেন অনীক, হাসান

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছবির নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবির প্রচার ঘিরেও ‘যত কাণ্ড’ই বলা চলে। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবির অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। পুজোয় একই সঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে তাঁর। একদিকে ‘রক্তবীজ ২’ অন্য দিকে ‘যত কাণ্ড কলকাতাতেই’। খবর হল, ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তির কারণেই নাকি দ্বিতীয় ছবিটি অর্থাৎ ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর প্রচারে আসতে পারছেন না তিনি। কিছুদিন আগেও ছবির প্রচারে যথারীতি দেখা মেলেনি আবীরের।

এই প্রসঙ্গেই আডিশনের তরফে প্রশ্ন রাখা হয়েছিল ছবির পরিচালক অনীক দত্তের কাছে। যদিও তাঁর কথায় ছবির প্রচার নিয়ে বিশেষ মাথা ঘামান না তিনি। পরিচালকের মতে, ছবির বিষয়বস্তুই আসল রাজা। অনীক দত্ত বলেন, “বড়ই হাস্যকর লাগল এমন কথা শুনে।” এই প্রসঙ্গে বিশেষ বাক্য ব্যয় করেননি তিনি।

ছবির প্রযোজক ফিরদৌসল হাসান বলেন, “আবীরের সঙ্গে আমার কথা হচ্ছে। ছবির ঘোষণার পরেও ওর সঙ্গে আমার মিটিং হয়েছে। ওর চুক্তি সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবুও আমার দিক থেকে আমি ওকে অনুরোধ জানিয়েছি যে অন্তত তিনটে কি চারটে অনুষ্ঠানে ও যেন আসে। আমার সঙ্গে কথা চলছে। কিন্তু এখনও পর্যন্ত আবীরের থেকে কোনও স্পষ্ট জবাব পাইনি। এখনও তো হাতে কিছুদিন বাকি আছে। আশা করি এর পরের অনুষ্ঠানগুলিতে ওকে পাব।” আবীরের এই অনুপস্থিতি ছবির উপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে কি? এই বিষয় বিশেষ ভাবছেন না প্রযোজক। তাঁর সহজ জবাব, “আমার মনে হয় না। এখন তো ডিজিটাল প্রচারটাই আসল। মাঠে নেমে ছবির প্রচার খুব কম হয়। দিন শেষে আমার মনে হয় যদি আমার ছবি ভাল হয়, তা হলে সেটা প্রেক্ষাগৃহে চলবেই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *