‘প্রযোজক থেকে ভিক্ষুক হয়ে গিয়েছি’, ছবির প্রচারেই ‘যত কাণ্ড’, অনীক-ফিরদৌসলের নিশানায় আবীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহুর্তে আলোচনায় অনীক দত্তের ছবি ‘যত কাণ্ড কলকাতাতে’। নেপথ্যে ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায়। বছর তিনেক আগে পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে একটি চুক্তিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। একদিকে ‘রক্তবীজ ২’ অন্য দিকে ‘যত কাণ্ড কলকাতাতেই’, পুজোতেই বক্সঅফিসে এই দুই ছবি মুখোমুখি। আর দুটিতেই আবীর। চুক্তি অনুযায়ী পরিচালক জুটির শর্ত, পুজোয় তাঁদের ছবিতে আবীর থাকলে অভিনেতার আর কোনও ছবি একই সঙ্গে মুক্তি পাবে না। মুক্তি পেলেও সেই ছবির প্রচারে আবীর থাকতে পারবেন না। আর সেই কারণেই অনীকের ছবির প্রচারে দেখা মেলেনি আবীরের। এর আগে আডিশনের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছিলেন ছবির পরিচালক অনীক, প্রযোজক ফিরদৌসল হাসান। এ বার বিষয়টি নিয়ে সোমবার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন তাঁরা। শুধু তাই নয়, আবীরের বিরুদ্ধে তুললেন অসহযোগিতার অভিযোগও।
প্রযোজকের কথায়, “ভিক্ষুক হয়ে গিয়েছি”। প্রশ্ন তোলেন, আবীরের কাছে ছবি বড় না অভিনেতা? পরিচালক বলেন, “আবীর, শিবু উভয়কেই স্নেহ করি। নন্দিতাদি, শিবুর এ বছরের পুজোর ছবি ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। দেখে বুঝেছি, আমাদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তা হলে শিবু এত ভয় পাচ্ছে কেন! এই নিরাপত্তাহীনতাটা কেন?”
আক্ষেপ নিয়েই ফিরদৌসল বলেন, “দু’দিন আসার মতোও সময় হল না আবীরের। এমনকি ছবি সংক্রান্ত কিছু শেয়ার পর্যন্ত করেনি। নিজের ছবির প্রিমিয়ারে আসতে কী অসুবিধা আমি বুঝতে পারছি না। আমি ভালবেসে ছবি বানাতে চাই। মামলা-মোকদ্দমা করতে আসিনি এখানে। নিজেরও খারাপ লাগে দিনের পর দিন ডেট চাইতে।” পাশাপাশি এও বলেন, “আবীরকে আমরা অত্যন্ত স্নেহ করি। ভালবাসি। কিন্তু এই মুহুর্তে আমরা ভুগছি।”