‘জয়ার অভিনয় অপূর্ব’, ‘প্রিয় অভিনেতা’ অনির্বাণের থেকে প্রশংসা পেয়ে ‘লাজুক’ নায়িকা
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
‘পাঁচ ফোড়ন’-এর মতো ওয়েব সিরিজ অথবা ‘দশম অবতার’ যাঁরা দেখেছেন, তাঁদের কাছে নিঃসন্দেহে তাঁরা পছন্দের জুটি। কথা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানকে নিয়ে। তবে এ বারে জয়ার সঙ্গী আবীর চট্টোপাধ্যায়। সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতে জুটি বেঁধেছেন আবীর এবং জয়া। আর তা দেখেই প্রশংসায় পঞ্চমুখ হলেন অনির্বাণ। ‘প্রিয় অভিনেতা’র থেকে তারিফ শুনতে কার না ভাল লাগে। জয়া কি লজ্জায় লাল হলেন!
মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবি। যেখানে ‘কুসুম’-এর চরিত্রে ধরা দিয়েছেন জয়া। অনির্বাণের কথায়, “পর্দার মধ্য থেকে গ্রামের সঙ্গে সঙ্গে কুসুমের গন্ধও পেয়েছি।” পাশে দাঁড়িয়ে হাসছেন তখন জয়া। অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করতে গিয়ে অনির্বাণ বলেন, “কুসুম এককথায় এটা কাল্ট চরিত্র। যে চরিত্রের সঙ্গে আমাদের কলেজ জীবন থেকে পরিচয়। সেখানে দাঁড়িয়ে জয়ার অভিনয় আমি ভাষায় ব্যাখ্যা করতে পারছি না। এতটাই বিশ্বাসযোগ্য অভিনয় যে এক কথায় বলা যায়, পর্দার মধ্য থেকে গ্রামের সঙ্গে সঙ্গে কুসুমের গন্ধও পাওয়া যাচ্ছে। জয়ার অভিনয় অপূর্ব।”
জয়া পাশ থেকে বলেন, “প্রিয় অভিনেতা যখন এমন প্রশংসা করেন তখন আর আবেগটাকে বুঝিয়ে বলা যায় না।” প্রশ্ন করা জয়, “জয়া কি লজ্জায় লাল হয়ে পড়ছেন?” আডিশনকে জয়ার সোজাসাপটা জবাব, “অবশ্যই। লজ্জায় লাল হব না বলুন!”