অজ্ঞাতকারণেই ‘হুলিগানইজম’-এর কনসার্ট বাতিল! সমাজ মাধ্যমে উঠল ঝড়

আচমকাই ‘শো’ বাতিল। কারণ অজানা। কোনও অজ্ঞাত কারণেই ইউনিটি কনসার্টে বাদ পড়েছে অনির্বাণ ভট্টাচার্যদের হুলিগানইজম। এই ব্যান্ডের প্রথম মুক্তি পাওয়া গান, ‘মেলার গান’ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। স্টেজের পারফর্মে চলমান সময়কেই বাঁধতে চেয়েছে হুলিগানইজম। নেট নাগরিকদের কথায়, একেবারে ‘গান দিয়ে হুল ফোটান’ তাঁরা। প্রধানমন্ত্রীর পেনশন থেকে কুণাল ঘোষের টেনশন, দিলীপ ঘোষের সোনার বাড়াবাড়ি থেকে শতরূপের দামি গাড়ি, সব এসেছে তাদের গানে। যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায় সমাজ মাধ্যমে।
কলকাতা থেকে শুরু করে, কলকাতার বাইরে, এমনকি আমেরিকাতেও একাধিক শো করে ফেলেছে হুলিগানইজম। পুজোর সময় মার্কিন ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, কৃশাণু ঘোষ, দেবরাজ ভট্টাচার্য-সহ গোটা টিম৷ এরপরই তারা সমাজ মাধ্যমে দর্শক-শ্রোতাদের এই দুঃসংবাদ দিয়েছেন। যেখানে বলা হয়, ‘খবর পাইলাম ১ নভেম্বর ইউনিটি কনসার্ট-এর তালিকা থেকে হইতে কোনও এক অজ্ঞাত কারণে হুলিগানইজম বাদ গিয়াছে৷ তাতে দুঃখ পাইবেন না শ্রোতাগণ৷ দুর্দান্ত সব ব্যান্ড-এর ডালি বিদ্যমান৷ ফসিলস, লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু এবং ইউফোরিয়া-র আগুনে অনুষ্ঠান জ্বলিয়া উঠিবে৷ তবে বন্ধুগণ, হুলিগানইজম-এর গান বন্ধ হইবে না৷’ এরপর অবশ্য গান থামবে না বলে হুঁশিয়ারি দিয়ে কটাক্ষও করেন। লেখে,‘ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনই খুঁজিবেন না৷ আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য ও সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে৷’ এরপর লেখা, দেখা হবে, মেলা হবে।

এরপরই ক্ষুব্ধ নেট নাগরিকরা। হুলিগানইজম-এর নতুন শো দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অনেকেই ভেবেছিলেন, নতুন গান বাঁধবে হুলিগানইজম। কিন্তু ১ নভেম্বরের শো থেকে তাঁরা বঞ্চিতই হলেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আশাহত অনুরাগীরা অবশ্য রাজনৈতিক অভিসন্ধিকেই সামনে আনছেন। তবে যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন এই ধরনের অনুষ্ঠান থেকে ‘হুলিগানইজম’ বাদ পড়ল, তা জানা যায়নি।