‘সেন বাবু’কে প্রেম প্রস্তাব স্বস্তিকার, ‘আমিও ওকে পছন্দ করি’, সাড়া দিলেন ‘একেন’ অনির্বাণ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘আই লাভ ইউ সেন বাবু…’ সর্বসমক্ষে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একেন ফ্র্যাঞ্চাইজির সাম্প্রতিক ছবি ‘দ্য একেন – বেনারসে বিভীষিকা’ দেখে তিনি নতুন করে প্রেমে পড়েছেন একেন ওরফে অনির্বাণ চক্রবর্তীর। লোকলজ্জা ভুলে তাই খোলাচিঠিই লিখে বসেছিলেন তিনি। সেই চিঠিরই জবাব এল ‘একেন’ অনির্বাণের কাছ থেকে।

‘দ্য একেন – বেনারসে বিভীষিকা’র হল ভিজিটের ফাঁকেই আডিশনের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। স্বস্তিকার প্রেমের প্রস্তাবে কী বললেন অনির্বাণ? এক গাল হেসে অভিনেতা বলেন, “একেন্দ্র সেন এই প্রস্তাবে কী বলবে আমি জানি না। আমি তো একেন্দ্র সেন নই। আমি শুধু অভিনয় করি। স্বস্তিকা বরাবরই আমার কাজ দেখে। একেনবাবুর কাজ তো দেখেই। পাশাপাশি অন্যান্য যা করি, সেটাও দেখে। আমিও অভিনেত্রী হিসেবে স্বস্তিকাকে খুব পছন্দ করি। আমাদের উভয়ের দিক থেকেই একে অপরের প্রতি একটা ভাললাগা আছে। আমরা একে অপরের কাজের প্রশংসা করি। এমন নয় যে সব কাজকেই ভাল বলতে হবে। স্বস্তিকার কোনও কাজ মনের মতো না হলে সেটাও বলতে পারি। ওর মধ্যে সেই স্বচ্ছতা রয়েছে। ও খারাপটাকে সহজে গ্রহণ করতে পারে।”

অনির্বাণ জানান, একেনবাবুর প্রতিটা কাজ দেখেই নাকি প্রতিক্রিয়া জানাতে ভোলেন না স্বস্তিকা। অভিনেতা বলেন, “আজকে ও ফেসবুক পোস্টে লিখেছে ঠিকই। কিন্তু আমাকে বলেছে অনেকদিন আগেই। ও একেনবাবুর প্রতিটা ছবি দেখেই ফিডব্যাক দেয়। অনেকেই বলেছেন, একেনের এর আগের তিনটে ছবির তুলনায় এটা নাকি সেরা। আমার মনে হয়, স্বস্তিকারও তাই মনে হয়েছে।”

স্বস্তিকা তাঁর পোস্টে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়েরও প্রশংসা করতে ভোলেননি। সেই সঙ্গে জানিয়েছিলেন, ‘একেন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে কাজ করতে চান তিনি। উত্তরে কী বললেন পরিচালক? আডিশনের সঙ্গে কথাবার্তায় জয়দীপ মুখোপাধ্যায়েরও উচ্ছ্বাস ঝরে পড়ে। তিনি বলেন, “স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো একজন অভিনেত্রী এমন প্রতিক্রিয়া দিয়েছেন, সেটাই ভাললাগার জায়গা। তিনি যে অভিনয় করতে চাইছেন, আমাদের কাছে খুব ভাগ্যের ব্যাপার। ও আমাদের খুবই প্রিয় একজন মানুষ। আমরাও চেষ্টা করব একেনের পরের ছবিতে কী ভাবে স্বস্তিকা যুক্ত হতে পারে, সেটা দেখার।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *