সর্বসমক্ষে অভিনেত্রীকে অশ্লীলভাবে স্পর্শ, ইন্ডাস্ট্রিই ছেড়ে দিলেন অঞ্জলি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মঞ্চে সর্বসমক্ষে দাঁড়িয়ে কথা বলছিলেন অভিনেত্রী। পাশে দাঁড়িয়ে ভোজপুরী তারকা পবন সিং। হঠাৎ করেই সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের পেটে অশ্লীলভাবে হাত দিতে শুরু করেন তিনি। ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তার পরেই নিন্দার ঝড়। সর্বসমক্ষে অভিনেতার এমন কর্মকাণ্ড মোটেই ভাল চোখে দেখেননি নেটিজেনরা। যদিও তাঁর দাবি, অঞ্জলী পেটে মাছি বসেছিল, সেটা তাড়াতে গিয়েই হাত পড়ে যায় উন্মুক্ত পেটে। এই সাফাইতে বিশেষ লাভ হয়নি বললেই চলে। এ বার ভোজপুরী ইন্ডাস্ট্রিকেই বিদায় জানালেন অঞ্জলি। কিন্তু তার আগে তারকার বিরুদ্ধে বোমা ফাটাতেও ভুললেন না।

লখনউতে নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচার করতে গিয়েছিলেন পবন-অঞ্জলি। সেখানেই এই ঘটনাটি ঘটেছে। অনুষ্ঠান চলাকালীন অঞ্জলির পেটে অশ্লীলভাবে হাত দিতে দেখা যায় পবনকে। অস্বস্তি হলেও হাসিমুখে বিষয়টিকে এড়িয়ে যান অঞ্জলি। তাতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। তাঁদের দাবি, অঞ্জলি তখন প্রতিবাদ না করে হাসছিলেন কেন? সেই ভুল ভেঙেই একটি ভিডিয়োবার্তায় অভিনেত্রী খোলসা করলেন সবটা।

অঞ্জলি বলেন, “গত দু’দিন ধরে আমি বিধ্বস্ত। আমাকে বলা হচ্ছে, আমি নাকি প্রতিবাদ না করে বিষয়টা উপভোগ করেছি। আপনারাই বলুন, কেউ যদি সর্বসমক্ষে আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করে, তাতে কি আপনি খুশি হবেন?” তিনি প্রশ্ন ছোড়েন, “আমি যখন সেদিন মঞ্চে থাকা টিমকে জিজ্ঞেস করেছিলাম, সত্যিই আমার পেটে কিছু লেগেছিল কিনা? সকলেই একবাক্যে ‘না’ করেন। এই ঘটনায় আমার ভীষণ রাগ হচ্ছে। ততটাই ভেঙে পড়েছি আমি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *