প্যালেস্টাইনের পাশে দাঁড়ান! ভেনিসের মঞ্চে পুরস্কার জিতেও বিতর্কে পুরুলিয়ার অনুপর্ণা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলার পুরুলিয়ার মেয়ে। কিন্তু এই মুহুর্তে তাঁর নাম ডাক পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ -এর হাত ধরে ‘ওরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন তিনি। তবে ছবির পাশাপাশি আরও একটি কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি।

মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময়ে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রসঙ্গ তুলতেই মিশ্র প্রতিক্রিয়া ধেয়ে এসেছে সমাজমাধ্যম থেকে। পুরস্কার ও ছবি নিয়ে কথার মাঝেই অনুপর্ণা বলেন, “আমি কিছু বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। প্যালেস্টাইনে এখন বিধ্বংসী পরিস্থিতি। প্রতিটা শিশুরই প্রাপ্য শান্তি ও স্বাধীনতা। সেই দিক থেকে প্যালেস্টাইন-ও কিন্তু ব্যতিক্রমী নয়। এটা আমাদেরও দায়িত্ব এই বিষয়টিকে ঘিরে একটু ভাবা আর প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো।” সেই সঙ্গেই পরিচালক এও যোগ করেন, “আমার কথায় হয়তো আমার দেশ নিরাশ হবে। কিন্তু আমার কাছে সে সব গুরুত্বপূর্ণ নয় আর।”

পরিচালকের এমন মন্তব্যের পরেই এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া বিভক্ত দুটি শ্রেণিতে। এক ইন্টারনেট ব্যবহারকারী অনুপর্ণা ও অনুরাগ কাশ্যপকে উদ্দেশ্য করে সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘ভেনিসের সোনা তোমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছে বুঝি! ফিলিস্তিনের রক্ত ​​মার্কিন বোমার নিচে ডুবে আছে, অথচ তোমরা নিশ্চুপ, পশ্চিমা প্রশংসায় অন্ধ। আমেরিকার ‘অধিকার’-এর জন্য নকল অশ্রু বের করা এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে। চিৎকার করো, মেরুদণ্ডহীন শিল্পীরা, অথবা তাদের মিথ্যাচার শ্বাসরোধ করো!” আরও একজন লেখেন, ‘ইসরালের মানুষজনদের নিয়ে একটা কথাও তো বললেন না? সেই সব মানুষগুলি যাঁরা নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *