‘অনুরাগের মুখে কালি দিতে পারলেই ১ লাখ টাকার পুরস্কার! ‘ব্রাহ্মণ’ বিতর্কে আরও বিপাকে পরিচালক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্রাহ্মণ সম্প্রদায়ের উদ্দেশ্যে কুকথা বলার জন্য আগেই ক্ষমা চেয়েছেন অনুরাগ কাশ্যপ। যদিও সমস্যা মেটেনি বললেই চলে। এ বার সরব হয়েছেন একাধিক ব্রাহ্মণ সংগঠন। শুধু কথায় যে চিঁড়ে ভিজবে না, এমনটাই পরিচালককে বারবার মনে করিয়ে দিচ্ছেন শীর্ষস্থানীয় নেতারা। এখানেই শেষ নয়, অনুরাগের মুখে কালি মাখানোর প্রস্তাবও রেখেছেন তাঁরা! জানিয়েছেন, যিনি এই কাজটি করতে পারবেন তাঁকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

ছবির মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে সেন্সর বোর্ড এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে সুর তুলেছিলেন অনুরাগ কাশ্যপ। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। প্রতীক গান্ধী ও পত্রলেখার ছবি ‘ফুলে’ ক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। যেখানে জ্যোতিরাও ফুলের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক। কিন্তু বিতর্কের কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল। ছবি নিয়ে আপত্তি জানান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক। তাতেই হয়েছে কাল।

সম্প্রতি, সংবাদমাধ্যমে মুখ খুলেছেন পণ্ডিত সুরেশ মিশ্র। তিনি ‘সর্ব ব্রাহ্মণ মহাসভা সংগঠন’-এর প্রধান, ‘চাণক্য সেনা সংগঠন’-এর পৃষ্ঠপোষক। তিনি বলেছেন, ” ব্রাহ্মণরাও দেশের জন্য, সমাজ সংস্কারের জন্য অনেক আত্মত্যাগ করেছেন। অনুরাগ সে সমস্ত অস্বীকার করে সমর্থন জানিয়েছেন সেই ছবিকে, যেখানে এই সম্প্রদায়কে ছোট করে দেখানো হয়েছে। আমরা এটা মেনে নিতে পারছি না।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *