‘সাহস নেই সরাসরি না বলার’, ‘নেটফ্লিক্স’কে হঠাৎ কেন দুষলেন অনুরাগ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটা স্বপ্নকে নিজের হাতে গড়ে তুলেছিলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। শুধু কথার কথা নয়—হাতে কলমে ৯০০ পাতার স্ক্রিপ্ট লিখেছিলেন। সুকেতু মেহতার ‘ম্যাক্সিমাম সিটি’ বইটা পড়ে মনে হয়েছিল, এটাই হবে তাঁর মাইলস্টোন। ২০০৪ থেকে মাথার ভেতরে ঘুরছিল গল্পটা। অবশেষে সময় বের করে একা হাতে তিন পর্বের, নয় ঘণ্টার সিরিজ তৈরি করলেন। কারও জন্য না, নিজের জন্য। নিজের ভালবাসা থেকে। কিন্তু তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, যখন নেটফ্লিক্স কোনও কারণ না জানিয়েই হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়।
কোনও মেল না, ফোন না, এমনকী একটা ‘না’ বলারও সৌজন্য টুকু হয়নি তাদের। এক বছর ধরে পরিশ্রম করে বানানো প্রোজেক্টকে এভাবে ‘ঘোস্ট’ করে দেওয়া হল—আর সেখান থেকেই শুরু কাশ্যপের মানসিক ভাঙন। শারীরিক ভাবেও ক্ষতি হয়েছিল তাঁর, বলছেন তিনি। কারণ, এ কেবল একটা স্ক্রিপ্ট নয়, এটা ছিল তাঁর ২১ বছরের তাগিদ, একরকমের আত্মিক বিনিয়োগ।
অনুরাগ জানান, নেটফ্লিক্স নাকি তাকে একটা ইমেল পর্যন্ত পাঠায়নি। এমনকি, সরাসরি না বলার সাহসও তাদের হয়নি। তার দেড় বছরের অক্লান্ত পরিশ্রমকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে।তিনি আরও বলেন, “নেটফ্লিক্সের ভাল শো বলতে যা আছে, তার সবই কেনা, তাদের নিজেদের তৈরি নয়। ‘স্কুইড গেম’ বা ‘কোহরা’র মতো শো-গুলো তারা কেনা সত্ত্বেও প্রচার করতে চায় না। আসলে তারা শুধু সাবস্ক্রিপশন আর অ্যালগরিদম নিয়েই ব্যস্ত, ভাল গল্প বা সিনেমার মান নিয়ে তাঁদের মাথাব্যথা নেই।”
সবচেয়ে বড় কথা, অনুরাগের মতে, “ওখানে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই শুধু চাকরি বাঁচাতে ব্যস্ত। সিনেমা বা গল্প নিয়ে তাদের কিছু যায় আসে না।”