সদ্যোজাত কন্যাকে নিয়ে সলমনের গ্যালাক্সিতে আরবাজ! কী রাখলেন মেয়ের নাম?

আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খানের কোলে এসেছে কন্যা সন্তান। খান পরিবারের জন্য সত্যি এক বিশেষ মুহূর্ত। ছোট্ট অতিথির নামও ঠিক করে ফেলল খান পরিবার। বুধবার সদ্যোজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন আরবাজ। আরবাজ খান ও শুরা এরপরই সমাজ মাধ্যমে গোলাপি রঙের কার্ডে জানিয়েছেন, তাঁরা মেয়ের নাম রেখেছেন সিপারা। অনেকে মনে করছেন, এই তারকা দম্পতি নিজেদের নামের সঙ্গেই নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন। অনেকে মনে করছেন, কোরানের বিশেষ অংশ অবলম্বনে নামকরণ করা হয়েছে। কারণ সিপারা নামটি উর্দু কিংবা আরবি শব্দ ‘সিপারা’ থেকে এসেছে। ফলে নামের অর্থ পবিত্র কোরানের একটি অংশ। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, বিশেষ এই নাম নাকি জেঠু সলমন খানই ঠিক করে দিয়েছেন।
গত ৫ অক্টোবার মেয়ের বাবা হয়েছেন ৫৮ বছর বয়সী বলিউডের অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। বুধবার আরবাজকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে মেয়েকে কোলে নিয়ে দেখা গিয়েছে। অভিনেতা পাপারাজ্জিদের শুভেচ্ছার জবাবে মিষ্টি হাসি দিয়েছেন। হাসপাতালের বাইরে আরবাজ এবং শুরার কন্যার সঙ্গে তোলা ছবি ও ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আরবাজ, এর আগে ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা-র সঙ্গে বিবাহ বন্ধনে ছিলেন। ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হলে, তারপর বেশ কিছু দিন সিঙ্গল ছিলেন অরবাজ। ২০২৩ সালে ফের বিয়ে করেন আরবাজ। আর বিয়ের দুবছর পর ফের বাবা হওয়ার খবর। আরবাজ এবং মালাইকার একটি ছেলে সন্তান, আরহান খান বোন আসার আনন্দে ডগমগ। নতুন কন্যার আগমনে এই পরিবার যেন আবার সম্পূর্ণ হলো। শুরা এবং ছোট্ট ভাইঝিকে দেখতে সলমন খান নিজে তাঁর ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন। ভাই সোহেল খান, এমনকী আরবাজের ছেলে আরহানও বোনকে দেখতে হাসপাতালের গিয়েছিলেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথমেই সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান শুরা-আরবাজ। নিয়মমাফিক সেখানেই প্রথম পা পড়ে খান পরিবারের নতুন সদস্যার।