নতুন জীবনের শুরুতেই টানাপোড়েন? বিয়ের দুই মাসের মধ্যেই অভিষেক-শার্লির পোস্ট ঘিরে জল্পনা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘ফুলকি’র সেটে আইবুড়োভাত, এলাহি আয়োজন, পরিচালক নিজে খাইয়ে দিচ্ছেন মাছ-মাংস—সেই সব দৃশ্য এখনও অনেকের চোখে টাটকা। রাজচক্রে পাকা কথা! বিয়ের তারিখও সামনে এসেছিল—২৯ এপ্রিল। ধারাবাহিকের ‘রোহিত’ আর ‘শালিনী’ একসঙ্গে নতুন জীবনে পা রাখছেন—এই খবরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। তিলেতিলে জমে ওঠা প্রেম, গুজব, বন্ধুত্ব—সব ছাপিয়ে বিয়ের খবর যেন পাকা সিলমোহর ছিল।

কিন্তু বিয়ের হ্যাংওভার কাটতে না কাটতেই নানান জল্পনার কথা উঠে আসছে। অন্তত তাদের ইনস্টাগ্রাম পোস্টগুলো তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।সম্প্রতি অভিষেক তার ইনস্টাগ্রামে একটি ক্রিপটিক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘সামথিংস ব্রেক ইওর হার্ট, বাট ফিক্স ইওর ভিশন’ অর্থাৎ ‘কিছু বিষয় আপনার হৃদয় ভেঙে দেয়, কিন্তু আপনার দৃষ্টিকে পরিষ্কার করে দেয়।’ অন্যদিকে, শার্লিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘নাথিং ইস পার্মানেন্ট’ অর্থাৎ ‘কোনো কিছুই স্থায়ী নয়।’ এই ধরনের পোস্ট দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তবে কি নতুন জুটির সংসারে ছন্দপতন?

‘ফুলকি’ ধারাবাহিকে অভিষেক ‘রোহিত রায়চৌধুরী’ আর শার্লি ‘শালিনী’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। পর্দার খলনায়িকাকেই বাস্তবে মন দিয়ে বসেন নায়ক, এমনটাই ছিল তাদের প্রেম কাহিনি। যদিও তারা বরাবরই নিজেদের ‘খুব ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়েছেন।তাদের আইবুড়োভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল ধারাবাহিকের সেটেই এলাহি আয়োজনে তাদের আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস স্বয়ং তাদের জন্য এই আয়োজন করেছিলেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছিলেন।

প্রশ্নটা এখন একটাই—সত্যিই কি সব কিছু বদলে যাচ্ছে, না কি এটা নিছকই ‘স্টোরি’র খেলা?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *