‘মুজিব’-এর জন্য ১ টাকা পারিশ্রমিক, পরিবর্তে রাজনৈতিক সুবিধা? শুভর হুমকি, ‘প্রমাণ করুন’!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল ‘মুজিব’ ছবিটি। যেখানে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। ছবিকে ঘিরে দীর্ঘদিন আলোচনায় থাকার পর গত বছর আগস্ট মাসে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর অনেকটাই আড়ালে চলে যান তিনি। অনেকেই মনে করেছিলেন, এ সিনেমার জন্যে নাকি একাধিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।

এই ছবির জন্য এক টাকার পারিশ্রমিক নিয়েছিলেন আরিফিন। যে কারণে খবরের শিরোনামেও উঠে এসেছিলেন তিনি। তবে এমনও অভিযোগ উঠেছিল যে এর নেপথ্যে সরকারি অনেক সুযোগ সুবিধা নেওয়ারই অভিসন্ধি ছিল অভিনেতার। সত্যিই কি তাই? সম্প্রতি ও পার বাংলার সংবাদমাধ্যমের কাছে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।

অভিযোগের পাল্টা জবাবে শুভ বলেন, “মুজিব’ সিনেমায় আমি এক টাকা পারিশ্রমিক নিয়েছি নিজের সিদ্ধান্তে, যেমনটা যেকোনো শিল্পীই নিজের কাজের ক্ষেত্রে পছন্দমতো পারিশ্রমিক নেন। এর সঙ্গে কোনো সুবিধা নেওয়ার শর্ত বা লেনদেনের প্রশ্নই আসে না। পরে ছড়ানো হলো, এই এক টাকা পারিশ্রমিকের বিনিময়ে আমি পূর্বাচলে রাজউকের প্লট পেয়েছি। অথচ বাস্তবতা হলো, ‘শিল্পী কোটায়’ এর আগেও ১৫১ জন শিল্পী জমি পেয়েছেন, যাঁদের কেউই এই সিনেমায় ছিলেন না, কেউ এক টাকায় কাজও করেননি।’

তিনি আরও বলেন, “তাহলে প্রশ্ন আসে, কীভাবে পেয়েছি? আমি নিয়ম মেনে আবেদন করেছি, সরকার নির্ধারিত মূল্য জমা দিয়েছি। বাকিরাও ঠিক এভাবেই পেয়েছেন। কিন্তু আমার ক্ষেত্রে এটা এমনভাবে বলা হচ্ছে, যেন সিনেমা করেছি আর বিনিময়ে জমি পেয়েছি; যেটা সম্পূর্ণ মনগড়া গল্প। এসব গুজবের উদ্দেশ্য, তথ্য তুলে ধরা নয়, মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো। আমি সব সময় কাজে বিশ্বাসী। যদি কেউ প্রমাণ দিতে পারেন আমি ‘মুজিব’ সিনেমার বিনিময়ে কোনো সুবিধা নিয়েছি; দয়া করে সামনে আনুন, দর্শকদের জানান। আমি অভিনেতা। বিনিময়ের জন্য নয়, চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কাজ করি।”

ছবিতে অভিনয়ের কারণে সত্যিই কি সমস্যার সম্মুখীন হচ্ছেন অভিনেতা? তিনি বলেন, “যেকোনো পেশার মানুষকেই রাজনৈতিক ফ্রেমে আটকে দিলে সেটা তার কাজের স্বাধীনতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। ফলে তার সৃজনশীলতা থমকে যায়, মনোবল নষ্ট হয়। এটা যদি আপনার কাছে সমস্যা মনে হয়, তাহলে নিশ্চয়ই আমি সেই সমস্যার মুখোমুখি হচ্ছি, যেটা আমার প্রাপ্য নয়। কারণ, আমি শুধুই একজন অভিনেতা।” সেই সঙ্গে অভিনেতা এও যোগ করেন, সাধারণের মতো তিনিও অডিশন দিয়েই এই ছবিটির প্রস্তাব পেয়েছিলেন।

তিনি বলেন, “খোঁজ নিলেই যে কেউ জানতে পারবেন, দেশে যখন ‘মুজিব’ সিনেমার অডিশন চলছিল, তখন আমাকে কোনও চরিত্রের জন্য ডাকা হয়নি। কিন্তু দেশের বাইরে আমার একটি সিনেমা দেখে পরিচালকের টিম আমাকে খুঁজে পেয়েছিল। বাংলাদেশ থেকে কেউ আমাকে ডাকেনি। বরং পরিচালক নিজেই প্রথম আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমন্ত্রণ জানালেন অডিশনের জন্য। তারপর সেই ধারাবাহিকতায় দু’বার ভারতে ও তিনবার বাংলাদেশে অডিশন হয়। কোনও রাজনৈতিক প্রভাব নয়, কাজের যোগ্যতা আর নিষ্ঠা দিয়েই আমি কাজটি পেয়েছিলাম।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *