জল্পনাই সত্যি! গায়ক নন, এ বার ‘পরিচালক’ অরিজিৎ, কবে শুরু তাঁর প্রথম ছবির শুটিং?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তাঁর কণ্ঠের জাদুতে মোহিত হয় আসমুদ্রহিমাচল। তাঁর সুরে বিভোর হয়ে পড়ে আট থেকে আশি সকলেই। তিনি অরিজিৎ সিং। এ বারও নিজের ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত তিনি। তবে গায়ক হিসেবে নয়। পরিচালক হিসেবে। না কোনও সঙ্গীত পরিচালক নন। বরং তাঁর পরিচালনায় প্যান ইন্ডিয়া মুক্তি পাবে ভিন্ন স্বাদের এক জঙ্গল অ্যাডভেঞ্চারের কাহিনি। ছবির হাত ধরেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে অরিজিতের। অনুমান করাই যাচ্ছে, এই ছবি মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধনে গল্প বলবে।
এই ছবির জন্য গায়ক হাত মিলিয়েছেন তাঁর স্ত্রীর সঙ্গেই। হ্যাঁ, গল্প লিখেছেন অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল দু’জনে। প্রযোজনার দায়িত্বে রয়েছে মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস। সহ প্রযোজনায় রয়েছে ‘গড ব্লেস এন্টারটেনমেন্ট’।
শোনা যাচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। অরিজিতের ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য এদিন সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ। তিনি লেখেন, ‘এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অরিজিৎ সিং তাঁর প্রথম প্যান ইন্ডিয়া ছবি পরিচালনা করতে চলেছেন- একটা জঙ্গল অভিযান।”
এই খবর প্রকাশ্যে আসার কিছুদিন আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল এই খবর। অবশেষে বসল সিলমোহর।