‘ডিপ ফ্রিজ’ করার সময় মাকে হারাই, তিনিই উপর থেকে কলকাঠি নেড়েছেন: অর্জুন দত্ত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

‘ডিপ ফ্রিজ’ করার সময় মাকে হারিয়েছি, মা-ই উপর থেকে কলকাঠি নেড়েছেন: অর্জুন দত্ত

এই মুহুর্তে জাতীয় স্তরে জয়জয়কার বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’-এর ছবিটিকে ঘিরে যতটা আনন্দের মুহূর্ত, ঠিক ততটাই খারাপ স্মৃতি। ছবিটি করার সময় নিজের মাকে হারিয়েছেন পরিচালক অর্জুন দত্ত। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিততেই মায়ের স্মৃতিতে ডুব দিলেন পরিচালক।

শুক্রবার প্রকাশ্যে এসেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। যেখানে সেরা বাংলা ছবির শিরোপা ছিনিয়ে নিয়েছে অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’। ছবিতে অভিনয় করেছিলেন আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, অনুরাধা মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। এমন একটি প্রাপ্তি। অভিনন্দন জানাতে অর্জুনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল আডিশন।

এই মুহূর্তে কেমন অনুভূতি পরিচালকের? তিনি বলেন, “খুব ভাল লাগছে। এই পুরস্কারটা আমি আমার গোটা টিমকেই উৎসর্গ করছি। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সকলের জন্যই এই পুরস্কারটা পাওয়া।” তারপরেই তিনি বলেন, “‘ডিপ ফ্রিজ’ করার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমার মা খুব অসুস্থ ছিলেন। দিদা আর মা আমার সবচেয়ে কাছের দুই মানুষ ছিলেন। আমার মনে হয় ওঁরাই উপর থেকে কলকাঠি নাড়িয়েছেন। ওঁদের জন্যেই এই সম্মানটা পেয়েছি। না হলে হত না।”

পাশাপাশি পরিচালক সাহস জোগান ইন্ডাস্ট্রিতে নবাগতদের জন্যেও। তিনি বলেন, “আমি চাই আমার এই পুরস্কার যেন নতুনদেরও জায়গা করে দিতে পারে এই ইন্ডাস্ট্রিতে। তাঁরা যাতে আমার মতো সৎভাবে কাজ করার সাহসটা পান।”

অর্জুনের কথায়, কোনও পুরস্কার কথা মাথায় রেখে কখনই ছবি করেন না তিনি। পরিচালক বলেন, “আমি ভাল ছবি সততার সঙ্গে বানাই। যাতে দর্শকদের মন ছুঁতে পারে। এটাই আমার আশা থাকে। এই ছবির ক্ষেত্রে তো আরও ভাবিনি পুরস্কারের কথা। জাতীয় পুরস্কার পাওয়া অনেক বড় বিষয়। ছবিটি খুব কমদিনে শুটিং করেছিলাম। সেই সময় মা খুব অসুস্থ ছিলেন। কিছু দিনের মধ্যেই মাকে হারাই। ‘ডিপ ফ্রিজ’ আমার মনের খুব কাছের।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *