ডাক এল জাতীয় শিবিরে, অর্ণবের আফশোস কিছুই দেখে যেতে পারলেন না মা

0


 


অর্ণব দাস, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে গিয়ে বুক ফেটে গিয়েছিল, কিন্তু হাত কাঁপেনি। তাতেই তাঁর ক্লাব পাঠচক্রকে যেমন জয় এনে দিয়েছে, তেমনই ম্যাচের সেরা করে তুলেছিল ৪৮ ঘণ্টা আগে মাতৃহারা গোলকিপার অর্ণব দাসকে।তাঁর ইস্পাতকঠিন মানসিকতা, তাঁর অদম্য ইচ্ছে, তাঁর আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা।সেই অর্ণবই আরও বড় পুরস্কারই পেলেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের পর ডাক পড়ল আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের কোয়ালিফায়ারের জন্য জাতীয় শিবিরে। অর্ণব দাস ছাড়াও ডাক পেয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টের দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, আদিত্য মণ্ডল এবং ইউনাইটেড স্পোর্টসের সাহিল হরিজন। আগামী ১ আগস্ট থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই শিবির। বাড়িতে শোকের আবহ, এমন খবরে চোখ ছলছল করে উঠেছে অর্ণবের মায়ের জন্যই। জাতীয় শিবিরে ডাক এল, কিন্তু মা যে দেখে যেতে পারলেন না। শিমুরালীর ২৩ বছর বয়সি গোলরক্ষক বলেন, ‘স্বপ্নপূরণ হল। একটাই আপশোস মা-বাবা দেখে যেতে পারলেন না।’ শুধু তো কলকাতা লিগেই নয়, সদ্য সমাপ্ত আই লিগ দ্বিতীয় ডিভিশনেও অনবদ্য পারফরম্যান্স করেছেন শিমুরালীর গোলকিপার অর্ণব, তারজন্যই জাতীয় শিবিরে ডাক পড়েছে অর্ণবের। এক সংবাদমাধ্যমে তিনি বলেন,  ‘এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। খবরটা পেয়ে খুবই খুশি। প্রস্তুতি শিবিরে নিজেকে আরও ধারালো করে তোলাই লক্ষ্য।’ পাশাপাশি সাহিল হরিজনও প্রতিভার বিচ্ছুরণ দেখাচ্ছেন কলকাতা লিগে। ইস্টবেঙ্গলকে হারানোর জন্য পাঠচক্রের অন্যতম কারিগর তিনি।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে কঠিন গ্রুপে পড়েছে ভারত। কাতার, বাহরিন এবং ব্রুনাই দারুসসালামের মুখোমুখি হতে হবে ভারতীয় ফুটবল দলকে।  গ্রুপ এইচে রয়েছে ভারত। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৫-এর বাছাইপর্ব সেপ্টেম্বর মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বে ১১টি গ্রুপে মোট ৪৪টি দল অংশ নেবে এবং প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানার্স-আপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *