সৃজিতের ছবিতে ডেবিউ, ‘মিঠিঝোরা’র রাই কি এ বার শাকিব খানের ছবিতেও!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আরাত্রিকা মাইতি, টলিউডের ছোটপর্দার এক পরিচিত মুখ, জি বাংলার একের পর এক ধারাবাহিক ‘খেলনা বাড়ি’,’মিঠিঝোরা’-তে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। ‘মিঠিঝোরা’ শেষ হলেও, এই ধারাবাহিকে তাঁর অভিনীত ‘রাই’ চরিত্রটি এখনও দর্শকদের মনে উজ্জ্বল।
এই মুহূর্তে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’-তেই দেখা যাবে তাঁকে। এই খবর মিলতেই টেলিভিশনের দর্শকদের কৌতূহল একটু বেশি। এতদিন যে মেয়েটাকে সন্ধে সাতটার পর ঘরে ঘরে দেখা যেত, সে কি এ বার রুপোলি পর্দার আলোয় নিজের জায়গা পাকা করতে চলেছে?
এদিকে জল্পনা থামছেই না। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাঁর একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথাও ঘুরছে ইন্ডাস্ট্রির অলিন্দে। যদিও আরাত্রিকা এ নিয়ে একটাও কথা বলেননি এখনও। না বলাটাই কি তাহলে কোনও প্রজেক্টের ইঙ্গিত?
বাংলাদেশে কাজ করার মানে শুধু আর একখানা সিনেমা নয়, একেবারে নতুন ইন্ডাস্ট্রি, নতুন দর্শক, নতুন অভিজ্ঞতা। সীমান্ত পেরিয়ে অভিনয়ের এই যাত্রা সত্যি হলে, তা নিঃসন্দেহে আরাত্রিকার কেরিয়ারে এক বড় মোড় আনবে।
তবে কি ছোটপর্দার পাতা তিনি গুটিয়ে ফেলছেন? নাকি ছবির জগতে সুযোগ পেলেও, নিজের শিকড়কে ভুলবেন না?
