হিন্দির দাপটে সঙ্কটে বাংলা ছবি, নন্দনে অরূপের সঙ্গে বৈঠকে দেব, সৃজিত, কৌশিকরা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে বাংলায় বহু প্রতীক্ষিত ছবি দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’। অন্য দিকে বলিউডের ‘ওয়ার ২’। চলতি মাসেই প্রায় একই সময় মুখোমুখি হবে দুই ছবি। তার আগেই বড়সড় সমস্যার সম্মুখীন টলিপাড়া। মুম্বই পরিবেশকদের তরফে রাজ্যের পরিবেশকদের কাছে একটি শর্ত পেশ করা হয়েছে। সেই শর্ত অনুযায়ী, রাজ্যের সিনেমাহলগুলিতে ‘ওয়ার ২’ চললে, কোনও শো-এ বাংলা ছবি দেখানো হবে না। অর্থাৎ সহজভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ কোনও বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবে না।
এই স্বার্থেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখেছিলেন টলিউডের প্রথম সারির পরিচালক-প্রযোজকেরা। তার পরেই নন্দনে বৈঠক ডেকেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সেই বিশেষ দিন। এ দিন অরূপের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসল টলিপাড়া। আছেন দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে-সহ অনেকেই।
বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে জায়গা দখল করে নেওয়া, ফরস্বরূপ বাংলা ছবির কোণঠাসা হয়ে পড়া, এই চিত্র রাজ্যে নতুন কিছুই নয়। বেশ কিছু বছর ধরেই এমনটা হয়ে চলেছে। বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পেলেও হিন্দি ছবির তুলনায় জায়গা পাচ্ছে না, তা বলাই চলে। এই বৈষম্য নিয়ে একাধিক বার একাধিক পরিচালক-প্রযোজকেরা কথা বললেও প্রতিবাদ আগুন ছড়াল আরও। সরকারের হস্তক্ষেপে কি মিলবে কোনও সুরাহা? সেই দিকেই তাকিয়ে টলিউড।