‘১৬ কোটির জীবন’! ক্রাউড ফান্ডিংয়ের জেরেই জীবনদায়ী ইঞ্জেকশন পেল ছোট্ট অস্মিকা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্পাইনাল মাসকুলার অ্যাট্রপি। একটি বিরল জিনগত রোগ। যার ইঞ্জেকশনের মূল্য ১৬ কোটি টাকা । ১১ মাস আগে এই খবর শুনে ভেঙে পড়েছিলেন পরিবারের লোক। দীর্ঘদিনের লড়াই, এ বার নতুন করে বাঁচার আলো দেখছে ছোট্ট অস্মিকা দাস।

ইঞ্জেকশনটির মূল্য ১৬ কোটি হলেও অস্মিকার জন্য ৯ কোটিতে নামিয়ে এনেছিল ইঞ্জেকশন প্রস্তুতকারী সংস্থা। ১১ মাস আগে থেকে শুরু হয় ক্রাউড ফান্ডিং। অস্মিকাকে সাহায্যের অনুরোধ জানিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থাও। এ ছাড়াও পাশে এসে দাঁড়ায় দেশ-বিদেশের বহু মানুষেরাও। অবশেষে সকলের প্রচেষ্টায় হল অসাধ্য সাধন। ১১ মাসের চেষ্টায় উঠে এল চিকিৎসার খরচ। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সংযুক্তা দে’র তত্ত্বাবধানে সেই ইঞ্জেকশন দেওয়া হল রানাঘাটের অস্মিকাকে।

৬ মাস বয়সে অস্মিকার উপর থাবা বসায় এই বিরল রোগ। স্পাইনাল মাসকুলার অট্রোফি জিনগতকারণেই হয়। নার্ভ ও পেশীকে এফেক্ট করে। হাতপায়ের নার্ভ ও পেশী শিথিল হতে থাকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *