বিপ্লবীদের ‘নামবদল’! অক্ষয়ের ছবি ঘিরে ক্ষুব্ধ মমতা, দায়ের হল অভিযোগ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফের নতুন করে বিতর্কে জড়াল অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। এর আগে তথ্য বিকৃতির অভিযোগ নিয়ে এই ছবির বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন অনেকেই। এ বার ফুঁসে উঠলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বড় পর্দার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এ বার স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা।
ছবির একটি দৃশ্যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং ‘ হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষ হয়ে গিয়েছেন ‘বীরেন্দ্র কুমার’! নবান্ন থেকে ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, “বাংলাকে অসম্মান করলে সহ্য করব না।”
‘কেশরী চ্যাপ্টার ২’-এর সরাসরি নাম না নিয়েই তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের ভূমিকাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। বিজেপি বাংলা এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নিশানা করছে।”
