বিপ্লবীদের ‘নামবদল’! অক্ষয়ের ছবি ঘিরে ক্ষুব্ধ মমতা, দায়ের হল অভিযোগ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফের নতুন করে বিতর্কে জড়াল অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। এর আগে তথ্য বিকৃতির অভিযোগ নিয়ে এই ছবির বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন অনেকেই। এ বার ফুঁসে উঠলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বড় পর্দার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এ বার স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা।

ছবির একটি দৃশ্যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং ‘ হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষ হয়ে গিয়েছেন ‘বীরেন্দ্র কুমার’! নবান্ন থেকে ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, “বাংলাকে অসম্মান করলে সহ্য করব না।”

‘কেশরী চ্যাপ্টার ২’-এর সরাসরি নাম না নিয়েই তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের ভূমিকাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। বিজেপি বাংলা এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নিশানা করছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *