মানসিকভাবে বিপর্যস্ত, সোশ্যাল মিডিয়াকে বিদায়, আর কাজ করবেন না বাবিল খান!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই তো কিছুদিন আগের কথা। সমাজমাধ্যম তোলপাড় করে তুলেছিল একটি ভিডিয়ো। সর্বসমক্ষেই কান্নায় ভেঙে পড়েছিলেন ইরফান খানের পুত্র বাবিল খান। সেই সঙ্গে তরুণ অভিনেতার কিছু কথায় নড়ে বসেছিল বলিউডের একাংশও। শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বাবিলের মা সুতপা শিকদার। কিন্তু কথায় কি চিঁড়ে ভেজে?

আবারও সমাজমাধ্যমে ফিরে এসেছেন বাবিল। খুব শীঘ্রই নতুন একটি ছবিতে দেখা পাওয়ার কথা ছিল অভিনেতার। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সমাজমাধ্যমে যখন ভিডিয়ো পোস্ট করছিলেন, সেই সময়তেই দক্ষিণী পরিচালক সাই রাজেশের সঙ্গে সেই ছবির কাজে ব্যস্ত ছিলেন তিনি। শনিবার রাতে সমাজমাধ্যমে ফের একটি পোস্ট করে বাবিল স্পষ্ট করে দেন যে তাঁর আসন্ন ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। মানসিক উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত তাঁর। এক প্রকার মাঝপথেই তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয় মুম্বই। বাবিলের সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, আপাতত খানিক বিশ্রামের প্রয়োজন ইরফান-পুত্রের।

একটি বিবৃতিতে জানানো হয়, ‘অনেক সাহস, আবেগ এবং পারস্পরিক শ্রদ্ধা নিয়েই, সাই রাজেশ স্যার এবং আমি একসঙ্গে একটি কাজে হাত দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে, এই পরিকল্পনা বাস্তবায়িত করা গেল না।’

অভিনেতার এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন পরিচালকও। তিনি লেখেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে প্রতিভাবান এবং পরিশ্রমী অভিনেতাদের মধ্যে বাবিল একজন। তবে, পরিস্থিতির কারণে এই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাকে মেনে নিতেই হবে। ছবির শুরুর দিকে বাবিলের সঙ্গে সময় কাটানো এবং এমন প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার হিরো সবসময় মনে রাখব।’ পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন রাজেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *