বিমানবন্দর থেকে গ্রেফতার নুসরাত ফারিয়া, কী দোষ অভিনেত্রীর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: থাইল্যান্ড যাচ্ছিলেন তিনি। এমন সময়তেই গ্রেফতার! রবিবার আলোচনার কেন্দ্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ও পার বাংলার বহু চর্চিত সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে এমনটাই।

এ দিন থাইল্যান্ডে যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু কী অপরাধে? বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নুসরত ফারিয়ার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে  হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছিল। তার জেরেই এমন চূড়ান্ত পদক্ষেপ। শাহজালালের ইমিগ্রেশন পুলিশের এক সূত্র ‘প্রথম আলো’কে এই খবরটি নিশ্চিত করেছেন। গ্রেফতারির পর প্রথমে অভিনেত্রীকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।

২০১৫ সাল থেকে বিনোদন দুনিয়ায় অভিষেক। তারপর থেকে ভারত এবং বাংলাদেশ, দুই বাংলা জুড়েই একের পর এক কাজ করে চলেছেন নুসরাত। সম্প্রতি ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’  ছবিটিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। তবে শুধু বড় পর্দাতেই নয়, সমাজমাধ্যমে নেটিজেনরা গা ভাসান তাঁর মিউজিক ভিডিয়োর ট্রেন্ডেও। এর মাঝেই হঠাৎ করে এমন খবরে রীতিমতো সরগরম অনুরাগীমহলের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *