গুরুতর অসুস্থ নুসরাত, জেল থেকে বেরিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে দিন কাটছে অভিনেত্রীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিছুদিন আগেই হত্যাকাণ্ডের মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার আগের দু’দিন কম ঝড় বয়ে যায়নি তাঁর ওপর দিয়ে। জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে সরাসরি কোনও বক্তব্য না রাখলেও নিজের ফেসবুকের পাতায় সকলকে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানেই নুসরাত জানিয়েছিলেন যে এই পুরো ঘটনা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। কেন সংবাদমাধ্যমের কাছে নীরব অভিনেত্রী? শুক্রবার, প্রকাশ্যে আনলেন সেই কথাই।
গুরুতর অসুস্থ বাংলাদেশি নায়িকা। আবারও একটি ফেসবুক পোস্টের মাধ্যমেই নুসরাত লিখেছেন, চিকিৎসার অংশ হিসেবেই সকলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।’

হত্যাকাণ্ডের মামলা দায়ের থেকে নায়িকাকে গ্রেফতার, সবকিছুকে ঘিরেই নুসরাত যোগ করেন, ‘গত কয়েক দিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।’ সবশেষে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সেই দেশের সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের।