কানে প্রথমবার বাংলাদেশের স্বাক্ষর! ইতিহাস গড়ল এই ছবি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহার গড়ল বাংলাদেশ। আন্তর্জাতিক এই মঞ্চে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। পরিচালনায় আদনান আল রাজীব। এই প্রথম বাংলাদেশের কোনও কাজ স্বীকৃতি পেল কানের দরবারে। গত শুক্রবার  প্রদর্শিত হয় ছবিটি।

প্রথম থেকেই ছবিটিকে ঘিরে আদনান আল রাজীব। প্রিমিয়ারের আগে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে তিনি বলেছিলেন, “গায়ে কাঁটা দিচ্ছে।” নির্ভীক মনোভাব নিয়ে তিনি আরও বলেছিলেন, “আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই। কারণ, আমি জানি এটা আমার সত্য।” তিনি হাজির হলেন এবং আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস গড়লেন।

শনিবার (২৪ মে) কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘আলী’কে দাঁড়িয়ে স্পেশাল মেনশন দেয়ার কথা জানান এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে। দর্শক আসন থেকে পরিচালক উঠে দাঁড়াতেই করতালির শব্দে ফেটে পড়ে সে কক্ষ। এই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরিচালকের স্ত্রী তথা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *