অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি গায়ক নোবেল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একাধিক বিবাহ, প্রতারণা এমনকি গার্হস্থ্যহিংসারর মতো গুরুতর অভিযোগ আগেই উঠেছে তাঁর বিরুদ্ধে। বাংলাদেশের অন্যতম বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। কিছু মাস আগেই নেশামুক্তিকেন্দ্র থেকে বেরিয়েছেন তিনি। নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত বোধ করছেন, এমনটাও জানিয়েছিলেন তিনি। কিন্তু একটুও কি শুধরোলেন তিনি?

বাংলাদেশের সংবাদমাধ্যম বলছে, আবারও নতুন করে বিতর্কের কেন্দ্রে গায়ক। অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার জেরেই নোবলেকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ। ‘প্রথম আলো’ সূত্রে খবর, সোমবার রাত ২টোর সময় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ‘প্রথম আলো’কে জানান, সোমবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি ফোন আসে। তার পরই পুলিশ গিয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করে। সে রাতেই নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা এবং রাত ২টোয় স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয় গায়ককে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *