অ্যাস্ট্রোটার্ফ বদলে ঘাসের মাঠ, ডার্বি দিয়েই নতুন শুরু বারাসাত স্টেডিয়ামে

0

নতুন রূপে সেজে উঠছে বারাসাত স্টেডিয়াম। কলকাতা লিগের ডার্বি দিয়েই স্টেডিয়ামের উদ্বোধন করতে চায় আইএফএ। আগামী সেপ্টেম্বর মাস থেকে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের বড় ফুটবল ম্যাচ হবে বলে শুক্রবার ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আগের ঘোষণা মত এদিন মাঠ পরিদর্শনে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা।প্রশাসনিক ও মাঠের সাথে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা।আগে এই মাঠে অ্যাসট্রোটার্ফ ছিল। বর্তমানে ফিফা কৃত্রিম ঘাসের মাঠ ব্যান করে দিয়েছে। তাই বারাসত স্টেডিয়ামে ঘাসের মাঠ তৈরীর কাজ চলছে। এছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের অন্যান্য কাজও চলছে। দিল্লির নয়ডা থেকে আনানো বারমুডা ঘাস বসানো হচ্ছে গোটা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন জুড়ে।

মাসখানেক আগে বসানো হয়েছে সেই ঘাস। মাঠের থেকে একাংশ ঘাস তুলে নিয়ে তা ঘনত্ব এবং সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিজো হাতে খতিয়ে দেখলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ কয়েক বছর পর ফের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফুটবলের ড্রপ পড়তে দেখা যায় এ’দিন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া মন্ত্রী জানান, মাঠ ৯০ শতাংশ প্রস্তুত। বাকি ১০ শতাংশ কাজ খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ফুটবল এই মাঠে শুরু হবে। আমরা সবাই মিলে চাইছি এই মাঠ রাজ্যের অন্যতম ফুটবল মাঠ হিসেবে তৈরি হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে। সেই সঙ্গে স্টেডিয়ামের সার্বিক উন্নয়ন ও সুন্দর্যায়নের কাজও করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী। তাঁর আশা, গস্ট মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে হবে। সম্ভবত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সবরকমের খেলা শুরু করা যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *