পথ গেছে বেঁকে… থামল বিশ্বকাপজয়ী ফুটবলার ও গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার ‘লাভ’ স্টোরি

ইতালির ভাসমান শহরে জীবনের নতুন নৌকো ভাসিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচের সঙ্গে জার্মানির বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।৯ বছর সংসার জীবন। সেরা কাপলের উদাহরণ হয়ে থাকার পর, পথ গেল বেঁকে। বিশ্বকাপজয়ী ফুটবলার ও গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার ৯ বছরের সংসার জীবনেও ভাঙন ধরলো। এই তারকা দম্পতির ‘অমীমাংসিত মতপার্থক্য’ই যা শেষ পর্যন্ত দুজনকে বিচ্ছেদের পথে নিয়ে গেছে। যদিও এই তারকা দম্পতির কেউই ব্যক্তিগত বিষয়ে মুখ খুলতে চাননি, তবে আইনজীবীর মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে এই সময়টিতে যেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।
২০১৪ সাল থেকে সম্পর্কে জড়ান ইভানোভিচ ও সোয়াইনস্টাইগার। ২০০৮ সালে ফরাসি ওপেন জিতে টেনিস বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন ইভানোভিচ। ২০১৬ সালে টেনিস র্যাকেট তুলে রাখেন। ইউরো ২০১৬ তে দলকে জেতাতে না পেরে বুটজোড়া তুলে রাখেন সোয়াইনস্টাইগারও। এরপরই বিয়ের আবদ্ধ হন দুই তারকা। কী কারণ এমন বিচ্ছেদের? বাস্তিয়ান সোয়াইনস্টাইগারকে তাঁর নতুন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে বলেই খবর প্রকাশ হয়। সিলভা নামের বুলগেরিয়ান সেই মহিলার সঙ্গে সোয়াইনস্টাইগারের স্পেনের মায়োর্কায় ঘুরতে গিয়েছিলেন বলেও জানানো হয়। তবে সেটাই কি কারণ? তা থেকেই কি আনার সঙ্গে দূরত্ব বেড়ে যায়! শোনা যাচ্ছিল ইভানোভিচ ও জার্মান ফুটবল তারকা আর একসঙ্গে থাকেন না। তাঁদের সংসারে তিন সন্তান। ইভানোভিচ তাঁর সন্তানদের নিয়ে চলে গিয়েছেন সার্বিয়ায়। দূরত্ব বেড়ে গিয়েছিল দু’জনের। মানসিক দিক থেকে তো বটেই, সেই সঙ্গে পেশার তাগিদে সোয়াইনস্টাইগারকে প্রায়ই দেশ ছেড়ে চলে যেতে হত বিদেশে। এই দূরত্বই শেষ পর্যন্ত ডেকে নিয়ে এল হয়তো বিচ্ছেদ।