আর কবে? বিজয় হাজারে ট্রফিতেও স্বপ্ন নিভল বাংলার, গ্রুপপর্বেই বিদায় লক্ষ্মীর ছেলেদের

0

মরশুমের বদল হয়, বাংলা ক্রিকেটের ব্যর্থতার ছবিটা বদল হয় না। বিজয় হাজারে ট্রফিতেও বিদায়ঘণ্টা বেজে গেল। গ্রুপপর্ব থেকে আর নকআউট পর্যায়ে যাওয়া হল না। এর আগেই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টেও দেখা গিয়েছিল একই ছবি।
বিজয় হাজারে ট্রফিতে রাজকোটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চলতি টুর্নামেন্টে অপরাজেয় উত্তরপ্রদেশের কাছে ৫ উইকেটে হারে স্বপ্নভঙ্গ হয় বাংলার।টস জিতে উত্তর প্রদেশ বাংলাকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২৬৯ রানে অল আউট হয়ে যায় বাংলা। রান তাড়া করতে নেমে ৪৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় উত্তর প্রদেশ।
বাংলার হয়ে ব্যাট হাতে লড়াই চালান সুদীপ কুমার ঘরামি। ১০৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি।এরমধ্যে রয়েছে ১২টি চার ও একটি ছয়। এছাড়াও বাংলার স্কোরকে আরও এগিয়ে নিয়ে যান শাহবাজ আহমেদ। তিনি ৫৪ বলে ৪৩ করেন। অন্যদিকে আকাশ দীপ ১৬ বলে ৩৩ রান করেন। বাকিরা ব্যর্থই বলা যায়। করনলাল ৫, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ২৮, অনুষ্টুপ মজুমদার ১৩। ফলে, কড়া চ্যালেঞ্জ ছুড়তে পারেনি বাংলা। বল হাতেও জ্বলে উঠতে পারেননি কেউই। মহম্মদ শামি ৭ ওভারে ৫৩, আকাশ দীপ ৬ ওভারে ২৭, শাহবাজ ৭ ওভারে ৪৯, অঙ্কিত মিশ্র ৯ ওভারে ৬৮ ও রোহিত ৯.২ ওভারে ৪৫ রান খরচ করেন। বাংলার হয়ে একটি করে উইকেট পান শামি, আকাশদীপ, অঙ্কিত মিশ্র, রোহিত। উত্তর প্রদেশের হয়ে  ধ্রুব জুরেল ৯৬ বলে ১২৩ রান করেন। আরিয়ান ৫৬ রান করেন। রিঙ্কু সিং ২৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।
পরপর ব্যর্থতার পর হয়তো এ বারেও বেশ কিছু বদল আসবে। আবার নতুন করে লড়াইয়ের বার্তা আসবে। ট্রফি আসবে কিনা কেউ জানে না। বাকি রইল রঞ্জি! আশা বেঁচে আছে, কিন্তু আশা করতেই যেন ভয় পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *