সমাজমাধ্যমে লাগাতার হেনস্তার শিকার! লালবাজারে হাজির টলিউডের কলাকুশলীরা
  

0

সম্প্রতিই মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে সমাজ মাধ্যমে ‘হুমকি’র মুখে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তীব্র প্রতিবাদ জানান রাজ চক্রবর্তী। এ ঘটনা একটা নয়, একাধিক। ক্রমশ টলিউড তারকাদের সমাজ মাধ্যমে হেনস্তার শিকার হতে হচ্ছে। হচ্ছে ছবি বিকৃতি করে প্রচার। লাগাতার চলছে মিম। ব্যক্তিগত আক্রমণ, অপমান যা সহ্যের সীমা ছাড়াচ্ছে। এ বার আইনের সুরাহা নিতে একঝাঁক কলাকুশলী হাজির হলেন শুক্রবার লাল বাজারে। সাইবার ক্রাইম ও সামাজিক মাধ্যমে লাগাতার হেনস্থা রুখতে একজোট হয়ে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে চলচ্চিত্র শিল্পীদের স্ক্রিনিং কমিটি। অপরাধদমন শাখার দপ্তরে এদিন হাজির হয়েছিলেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত-সহ শ্রীকান্ত মোহতা, রানা সরকার, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ টলিউডের একাধিক ব্যক্তিত্ব।  লালবাজারে গিয়ে নগর পাল মনোজ কুমার ভার্মার সঙ্গে দেখা করেন তাঁরা।পরে নগরপালের কাছে একাধিক শিল্পীর সই সংগ্রহ করে একটি লিখিত অভিযোগও জমা করেন। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘অকারণে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হচ্ছেন অভিনেতারা। এ নিয়ে আগেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই এরকম অনৈতিক কাজকর্ম বন্ধ করতেই আমরা সবাই লালবাজারে উপস্থিত হয়েছি। আমরা এই বিষয়ে একটি লিখিত বিবৃতিত জমা দিয়েছি। যেখানে টলিউডের খ্যাতনামী দের সই রয়েছে।’ জানা গেছে, এদিন অপরাধদমন শাখার আধিকারিকদের সঙ্গে প্রায় ১ ঘণ্টারও বেশি বৈঠক করেছেন টলিউড তারকারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি স্বরূপ বিশ্বাস আরও বলেন, ‘নগরপাল এবং সাইবার অপরাধদমন শাখার উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে। কর্তৃপক্ষ আমাদের অভিযোগ শুনেছেন। কড়া পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ‘নতুন ছবির প্রচার অথবা মুক্তির সময় একদল মানুষ এই কাজ করছেন। দীর্ঘদিন দেখার পর তাঁরা এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন’। তবে এদিন এই প্রতিবাদে দেখা যায়নি দেব, জিৎদের মতো সুপারস্টারদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *