‘জয় শ্রী কৃষ্ণ’ বলে তুলসী বিরাণির সঙ্গে এক ফ্রেমে ধনকুবের বিল গেটস!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় ইতিহাস! তু্লসী বিরাণির সঙ্গে এক ফ্রেমে হাজির বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বিল গেটস। জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-এর বিশেষ পর্বে এই অভাবনীয় মেলবন্ধন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। তুলসী বিরানির সঙ্গে ভিডিও কলে ‘জয় শ্রীকৃষ্ণ’ বলে শুভেচ্ছা জানালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা স্বয়ং বিল গেটস।

কিন্তু হঠাৎ এই সংযোগ কেন? কারণ, এই বার গল্পের মূলে শুধু বিরানি পরিবারের সম্পর্কের টানাপোড়েন নয়— আছে সমাজ বদলের ডাক। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর উদ্যোগে তৈরি এই তিন পর্বের বিশেষ কাহিনি মাতৃত্বকালীন পুষ্টি, নবজাতকের যত্ন ও মহিলাদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে। গল্পের ভিতর দিয়েই তুলে ধরা হয়েছে এক বাস্তব বার্তা, ‘মা সুস্থ হলে, সন্তানও সুস্থ থাকে, সমাজও এগিয়ে যায়।’

স্মৃতি ইরানি, যিনি আবারও ফিরেছেন তুলসীর চরিত্রে, বলেছেন, “এটা শুধু ধারাবাহিক নয়, সমাজের প্রতিচ্ছবি। বিল গেটসের উপস্থিতিতে সেই আলোচনাই আরও বড় আকার পেল।” প্রযোজক একতা কপূর জানিয়েছেন, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ সব সময়ই আবেগ ও বাস্তবতার সেতুবন্ধন। এই সহযোগিতা প্রমাণ করে গল্পও সমাজ বদলের হাতিয়ার হতে পারে।’

স্টার প্লাসের তরফে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি গল্প শুধু বিনোদন নয়, এটি সচেতনতার ভাষাও।”

তিন পর্বের এই বিশেষ কাহিনিতে তুলসী বিরাণির চরিত্রকে দেখা যাবে একেবারে তৃণমূল স্তরে স্বাস্থ্য উদ্যোগের নেতৃত্ব দিতে। বিল গেটসের ভার্চুয়াল উপস্থিতি সেই উদ্যোগকে এনেছে আন্তর্জাতিক মাত্রা। দুটি ভিন্ন জগত, কিন্তু লক্ষ্য এক—স্বাস্থ্য আর সুরক্ষার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

এই বিশেষ পর্বগুলি দেখা যাচ্ছে ২৩ অক্টোবর থেকে স্টার প্লাসে এবং স্ট্রিমিং হচ্ছে জিওহটস্টারে। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *