বক্সিং ডে টেস্টে প্রথম দিনই ২ দল অলআউট, এমসিজিতে ম্যাচ উপভোগ করছেন রেকর্ড দর্শক
মেলবোর্নে আগুনের জবাব যেন আগুনে! প্রথম দিনে সব মিলিয়ে ৭৬.১ ওভারের খেলা হয়েছে ও পড়েছে ২০ উইকেট। ৪৫৭ বলের এই খেলা গ্যালারিতে বসে উপভোগ করেছেন ৯৪,১৯৯ জন দর্শক।প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ১১০ রানে ইংল্যান্ড গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে খেলেছে ৪৫.২ ওভার, ইংল্যান্ড ৩০ ওভারও খেলতে পারেনি, অলআউট হয় ২৯.৫ ওভারে।দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৪। সব নিয়ে অস্ট্রেলিয়াই ৪৬ রানে এগিয়ে।
গত ৭৪ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের এক দিনে ন্যূনতম ২০ উইকেট পড়ার এটাই প্রথম ঘটনা। ১৯০১/০২ অ্যাশেজে মেলবোর্নে প্রথম দিনে পড়েছিল ২৫ উইকেট। ১৯৫১/৫২ মরশুমে অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ম্যাচে প্রথম দিনে ২২ উইকেট পড়েছিল। ২০০০ সালের পর ঘরের মাঠে অ্যাশেজে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা। ২০০০ সালের পর থেকে অ্যাওয়ে অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন রান।
টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। ৯১ রানে ৬ উইকেট হারানোর পর মাইকেল নেসারের ৩৫ রানের ইনিংসে কোনোমতে দেড়শ পার করে অজিরা। তিনিই শেষ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ রানের মালিক। উসমান খোয়াজা ২৯ আর অ্যালেক্স ক্যারি করেন ২০ রান। অধিনায়ক স্টিভ স্মিথ করেন ৯ রান। ইংল্যান্ডের হয়ে জশ টং ৪৫ রানে ৫ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। সেই দলই ৯১ রান তুলতেই হারিয়ে বসে ৯ উইকেট। ইংল্যান্ডের ইনিংসে কেবল হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস (১৬) আর শেষদিকে গুস অ্যাটকিনসন (২৮) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার মাইকেল নেসার ৪টি আর স্কট বোল্যান্ড নেন ৩টি উইকেট।
