ইডেনে শীতের আমেজে মন ভরিয়ে দিলেন বুমরাহ, প্রথমদিনই ‘ফাইফার’, ১৫৯ রানেই শেষ প্রোটিয়ারা
ইডেনে দেখা যাবে স্পিনের জাদু। শুভমন গিল একাদশে এক-দুই-তিন নয়, চারজন স্পিনারকেই রেখেছেন সে’কারণে। কিন্তু প্রথম দিন একা বুমরাহই তুলে নিলেন ৫ উইকেট। উচ্ছ্বাসে ফেটে পড়ল ইডেন। দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৯ রানে। জবাবে ভারত দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান। ক্রিকেটের নন্দনকাননে দর্শকদের হতাশ করে ফিরে গেছেন যশস্বী জয়সওয়াল। স্কোরবোর্ডে যোগ করেছেন মাত্র ১২ রান। অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন কেএল রাহুল (১৩) ও ওয়াশিংটন সুন্দর (৬)। ভারত ১২২ রানে পিছিয়ে।

শীতের আমেজে সকাল থেকেই ইডেনের গ্যালারি ভরতে শুরু করে দেয়। কিন্তু টসভাগ্য সহায় হয়নি শুভমনের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরে শুভমন বলেই দিয়েছেম, ‘হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসের ভাগ্য ফিরবে।’ প্রোটিয়ারা ইডেনের পিচ দেখে প্রথমে ব্যাটিং ছাড়া অন্য অপশন ভাবতেই পারেনি। প্রথম ১০ ওভারে ৫৭ রান তুলে ফেলেন দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকলটন। এরপরই যেন ছন্দপতনের শুরু। ইডেনে ৩৫ হাজার দর্শকের সামনে শুরু হয় বুমরাহ ম্যাজিক। দুই ওপেনারকেই ড্রেসিংরুমের পথ দেখান তিনি। ৫৭ রানে ওপেনিং জুটি ভাঙেন রায়ান রিকেলটনকে (২৩) বোল্ড করে। এইডেন মার্করাম ৩১ রান করে আনপ্লেয়বল এক ডেলিভারিতে ক্যাচ দেন উইকেটকিপার ঋষভ পন্থের গ্লাভসে।

দিনটা যে বুমরাহর হতে যাচ্ছে, বুঝতে বাকি ছিল না ইডেন দর্শকদের। তাই হল। মাঝে দুই উইকেট শিকার করেন কুলদীপ যাদব। অধিনায়ক টেম্বা বাভুমা (৩) ও উইয়ান মুল্ডার (২৪)।১১৪ রানে ৪ উইকেট হারায়। পঞ্চম উইকেটের পতন হয় ১২০ রানে। ৪ বল ও ১ রানের ব্যবধানে এক ওভারের ভেতর জোড়া উইকেট নিয়ে বিপদ বাড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। দলীয় ১৪৬ রানে কাইল ভেরাইনে (১৬) ও ১৪৭ রানে মার্কো জানসেন (০) হতাশ হয়ে ফিরে যান। তাতেই ১৫০ রানে ৭ উইকেটের পতন হয়। দক্ষিণ আফ্রিকা শেষ ১৩ রান তুলতে হারায় ৫ উইকেট। মাঝে একটা শিকার অক্ষরের। অন্যদুটি আবার বুমরাহর।

ফলে, ১৫৯ রানে অলআউট করতে ভারতের হয়ে বুমরাহ ৫টি, সিরাজ ও কুলদীপ নেন সমান দুটি করে উইকেট। আর অক্ষর প্যাটেলের ঝুলিতে গেছে ১ উইকেট। এই টেস্টে চার স্পিনারে খেলছে ভারত। চার মাস পর টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। রয়েছেন ধ্রুব জুরেলও। তবে প্রথম একাদশে জায়গা হয়নি সাই সুদর্শনের ও বাংলার ক্রিকেটার আকাশ দীপের।

