মেগা সিরিয়ালের নায়ক, একাধিক সম্পর্ক ভাঙার পর সম্প্রতি বিয়েও সেরেছেন,  চেনা যাচ্ছে?

0



ছবিতে মেরুন রঙের জামা পরা ছোট ছেলেটি আসলে আর ছোট নেই, এখন মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ, নায়ক । তবে শুরুটা নায়ক হিসেবেই হয়নি, হয়েছিল পার্শ্বচরিত্রে, নায়কের ভাই হিসাবে। তারপর একের পর এক কাজ করেছেন ছোট পর্দায়। দেশনায়কের ভূমিকাতেও দেখা গিয়েছিল এনাকে। এখনও চিনতে পারছেন না? এই খুদে আর কেউ নয় ‘ফুলকি’র রোহিত স্যার, অভিষেক বসু।

রবিবার এই ছবি সমাজমধ্যমে ভাগ করে নেন অভিনেতা। অভিষেকের পাশে যিনি রয়েছেন উনি ওর মাসি। রবিবার মাসির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট করেন অভিনেতা।

কোলাজ করা একটি ছবি। প্রথম ছবিতে ছোট্ট অভিষেক খালি গায়ে মাসির কোলে বসে । দ্বিতীয় ছবিটি কিশোর অভিষেকের পাশে মাসি বিয়ের সাজে। এবং তৃতীয় ছবিটি অভিষেক এবং শার্লির বিয়ের আগে, আশীর্বাদের সময়কার, যেখানে তাঁর মাসি আশীর্বাদ করছেন অভিনেতা-অভিনেত্রীকে ।

২৯ এপ্রিল অভিষেক বসু এবং শার্লি মোদক কাছের মানুষদের নিয়ে আইনি বিয়ে সারেন । সেখানে দুই পরিবারের সদস্য, বন্ধুরা ছাড়াও ফুলকি টিমের সদস্যরা হাজির ছিলেন। যদিও শুধু ‘ফুলকি’ দিব্যাণী মণ্ডলের দেখা মেলেনি এই বিয়েতে। যা নিয়ে আলোচনাও কম হয়নি। ধারাবাহিকে ফুলকি আর রোহিত স্যার-এর মিল হলেও স্ত্রী শার্লি সেখানে প্রাক্তন স্ত্রীর ভূমিকায়। খল নায়িকা শালিনীর চরিত্রে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *