নায়ক গুরপ্রীত, কাফা নেশনসে ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকে হারিয়ে ভারতের ব্রোঞ্জ জয়

0

স্পোর্টস ডেস্ক:

দেশের কোচের হাতেই সম্মান ফিরল দেশের। কাফা নেশনস কাপে খালিদ জামিলের ছেলেরা রোমাঞ্চকর জয় ছিনিয়ে আনলেন শক্তিশালী ওমানের বিরুদ্ধে। কতটা শক্তিশালী? যে ওমানকে অতীতের দশবারের সাক্ষাতে কোনওবার হারাতে পারেনি ভারত। যে ওমান, ভারতের চেয়ে ফুটবল ক্রমতালিকায় ৫৪ ধাপ এগিয়ে। যে ওমান, কাফা নেশনসেও ছিল অপরাজিত। সেই ওমানকে টাইব্রেকারে হারিয়েই কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় করল খালিদ জামিলের ছেলেরা।
আর টাইব্রেকারে নায়ক একজনই, তিনি গুরপ্রীত সিং সান্ধু। শেষ শট আটকে দিতেই উচ্ছ্বাসে ভাসে ব্লু টাইগার্স। তাজিকিস্তানে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। র টাইব্রেকারে ৩-২ গোলে জেতে ভারত।তাতেই ভারতীয় ফুটবলে যেন নতুন যুগের সূচনা হল।
কয়েক দিন আগে বিশ্বের কুড়ি নম্বর ইরানকে এক ঘণ্টা আটকে রাখতে পারার অভিজ্ঞতা সোমবারও তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ওমানের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করে ভারত।গ্রুপ বি-তে ভারতের পারফরম্যান্স ভালয়-মন্দয় মিশিয়ে ছিল। নবনিযুক্ত কোচ খালিদ জামিলের প্রশিক্ষণাধীন ভারত তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। যেখানে একটি জয় পায়। অন্যতম আয়োজক তাজিকিস্তানকে খালিদের দল প্রথম ম্যাচে তাদের ২-১-এ হারিয়েছিল। প্রথমার্ধে ভারত এদিন রুখে দিলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ওমান। ৫৫ মিনিটে পরিবর্ত হিসেবে নামা খালিদ ইয়াহমাদি চকিতে নেওয়া শটে গোল হজম করেন গুরপ্রীত। তবে ৮০ মিনিটে আচমকাই এই ম্যাচের রং বদলে যায়। ভারতীয় ফুটবল দলের হয়ে সমতা ফেরান উদান্তা সিং। ওমান রক্ষণকে বোকা বানিয়ে উদান্তা সিং হেডে গোল করে যান। নির্ধারিত সময়ে ১-১ ফলই, অতিরিক্ত সময়ের খেলাতেও ছিল। ফলে, শুরু হয় টাইব্রেকার। ছাংতে, ভেকে পরপর দু’গোল করলেও, প্রথম দুটি শটই মিস করেন ওমানের ফুটবলাররা। তৃতীয় শটে আনোয়ার মিস করলে, গোল করে ওমান। এরপর জিতিন গোল করায় ফের ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ওমানও ব্যবধান কমিয়ে এরপর ৩-২ করে। শেষ শটে ফের মিস করে উদান্তা সিং খেলার উত্তেজনা যেন বাড়িয়ে দেন। ওমানের শেষ শটরা দুরন্ত সেভ করেন গুরপ্রীত সিং। এরপরই জয়ের আনন্দে ভাসে ব্লু টাইগার্স।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *