সন্দেশ ঝিঙ্গানের চোটে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, বিপদে গোয়াও, বিপাকে পড়লেন সন্দেশই

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় শিবিরে বড়সড় চোট লাগল সন্দেশ ঝিঙ্গানের। ফলে, কাফা নেশনস কাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কাই খেলেন খালিদ জামিল। কারণ, গোল করা থেকে রক্ষণের গুরুদায়িত্ব অধিনায়ক সন্দেশ ঝিঙ্গানের হাতেই ছিল। অফগানদের বিরুদ্ধে জিততে পারলে পরের পর্বে ওঠার একটা সুযোগ রয়েছে ভারতের। ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। সেই ম্যাচ পুরো সময় মাঠেও থাকতে পারেননি। জানা গেছে, স্ক্যানে দেখা গেছে চোয়াল ভেঙে গেছে সন্দেশের। যা সেরে উঠতে অন্তত ৬ মাস বিশ্রামে থাকতে হবে। তাতে যেমন ভারতীয় দলের ক্ষতি, তেমনই মাথায় হাত এফসি গোয়ারও। কারণ, ১৭ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–তে ইরাকি ক্লাব আল–জাওরার বিরুদ্ধে গ্রুপ ওপেনার খেলতে নামবে এফসি গোয়া। আল সিবের বিরুদ্ধে প্লে-অফ জয়ের ম্যাচে ঝিঙ্ঘনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ফলে, তাঁকে ছাড়াই খেলতে হবে গোয়াকে।

কিন্তু সবচেয়ে বড় ফাঁপড়ে পড়েছেন সন্দেশ ঝিঙ্গান নিজে। তাতেই ফের প্রকাশ্যে এসেছে ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্ব। ফিফা স্বীকৃত নয় এই টুর্নামেন্ট। তাই চিকিৎসার খরচ বহন করবে না ফেডারেশন। অন্যদিকে, ক্লাবের টুর্নামেন্টও নয়। তাই এফসি গোয়াও এইমুহূর্তে চিকিৎসার খরচ বহন করবে না। ফলে, নিজের খরচ নিজেকেই দিতে হবে সন্দেশকে। তাই নিয়েই ফের চাপানউতোর শুরু।

ঠিক, এই ইস্যু নিয়েই ফুটবলারদের চোট পাওয়ার আশঙ্কা থেকেই কাফা নেশনস কাপে কোনও ফুটবলার ছাড়েনি মোহনবাগান। ভারতীয় দলের শিবিরে থাকার সময় সন্তোষ ট্রফির বাংলা দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলার সময় চোট পান শুভাশিস বসু। এরপরই খরচ নিয়ে একই দ্বন্দ্ব শুরু হয়। শুভাশিস বসুর পর সন্দেশ ঝিঙ্গান, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পর যদি চিকিৎসার খরচও না পাওয়া যায়, তাহলে ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে যাবেন কেন, এই প্রশ্নই উঠছে। জাতীয় দলের খেলা, অথচ কেন থাকবে না ফুটবলারদের সুরক্ষার জন্য বিমার ব্যবস্থা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ফুটবল বিশেষজ্ঞরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *