ব্যর্থ অধিনায়ক পন্থ, আইপিএলে অন্ধকারে ডুবল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

সবমিলিয়ে উঠল ৪১১ রান। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসের আলো নিভল এবারের আইপিএলে। পারলেন না ঋষভ পন্থও। প্লে অফের দৌড়ে টিঁকে থাকতে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। জবাবে জ্বলে উঠল এবারের আইপিএলে আগেই ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ। ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। তাতে জয় পায় ৬ উইকেটে। মার্শ আর মাক্রমের জবাবে ধুন্ধুমার ব্যাটিং করলেন অভিষেক-ক্লাসেন। লখনউয়ের হয়ে মার্শ ৩৯ বলে ৬৫ ও মাক্রম ৩৮ বলে ৬১ রান করেন। ১০.৩ ওভারে দলকে ১১৫ রান এনে দেন মার্শ-মার্করাম। এরপর ঝড় তোলেন নিকোলাস পুরান। ২৬ বলে ৪৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। শেষ ২ ওভারে ৩৫ রান তোলে লখনউ। তবে এই ম্যাচেও ব্যর্থ অধিনায়ক ঋষভ পন্থ। ৬ বলে ৭ রানে ফিরে যান তিনি। এই ম্যাচেই হায়দরাবাদের পেসার হর্ষল প্যাটেল এডেন মাক্রমকে বোল্ড করে আইপিএল কেরিয়ারের ১৫০তম উইকেট পেয়েছেন। তাতে আইপিএলে সবচেয়ে কম বলে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হর্ষল। ২৪৪৪তম বলে ১৫০ উইকেট নিয়ে আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গার। হর্ষল এই উইকেট পান ২৩৮১তম বলে। জবাবে হায়দরাবাদ ওপেনার অথর্ব তাইদেকে (১৩) তাড়াতাড়ি হারালেও আরেক ওপেনার অভিষেক শর্মা, ঈশান কিষানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৫ বলেই যোগ করেন ৮২ রান। অভিষেক ৫০ ছুঁয়েছেন ১৮ বলে। আইপিএল কেরিয়ারে চতুর্থবার ২০ বলের কমে ফিফটি ছুঁলেন ভারতীয় ওপেনার। অভিষেকের বিদায়ের পর কিষান (২৮ বলে ৩৫), হাইনরিখ ক্লাসেন (২৮ বলে ৪৭) ও কামিন্ডু মেন্ডিসরা (২১ বলে ৩২) করলে জয় আসে অনায়াসেই। তাতেই আইপিএলে প্লে অফের লড়াইয়ে ছিটকেই গেল লখনউ।