এক সপ্তাহতেই রদবদল টিআরপিতে! ‘প্লুটো’ মারা যেতেই প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘চিরসখা’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক সপ্তাহের মধ্যেই যে আমূল বদলে যেতে পারে জনপ্রিয়তা, তার প্রমাণ বাংলা টেলিভিশনের এই টিআরপি তালিকার ঝলকেই। গত সপ্তাহতেও প্রথম পাঁচে ছিল ধারাবাহিক ‘চিরসখা’। ‘প্লুটো’ চরিত্রটির চলে যাওয়া মেনে নিতে পারেননি দর্শক। সেই কারণেই কি এ বার এই ধারাবাহিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন তাঁরা? তার কারণ এই সপ্তাহে প্রথম পাঁচ থেকেই ছিটকে গিয়েছে এই ধারাবাহিক। এ বারে তাঁদের প্রাপ্ত নম্বর ৬.৪।
অন্য দিকে ফের শীর্ষ স্থান ধরে রাখল ‘পরশুরাম আজকের নায়ক’। প্রাপ্ত নম্বর ৭ । টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’, তৃতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। চতুর্থ স্থানে নতুন ধারাবাহিক ‘রাজেশ্বরী রাণী ভবানী’। পঞ্চম স্থানে রয়েছে ‘ফুলকি’।