‘সম্পর্কে মানিয়ে নেওয়া মানে এক তরফা কম্প্রোমাইজ নয়’, কেন এমন বললেন চূর্ণী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: “অর্ধাঙ্গিনী মানে শুধু একজন মেয়ে নয়, যতটা ‘অর্ধেক’ নারী, ততটাই ‘অর্ধেক’ একজন পুরুষ”, এই লাইনেই যেন লুকিয়ে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের বিশ্বাস। তাঁর মতে, দাম্পত্য মানেই একটা পার্টনারশিপ, যেখানে “দু’জনকেই অর্ধেক হতে হয়। কিন্তু এমনভাবে যাতে একে অপরের পূর্ণতাকে তা গ্রাস না করে।” চূর্ণীর এই দর্শনই যেন তাঁর নতুন ছবির ভিত্তি।

ফিরছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। বছর দু’য়েক আগে মুক্তি পেয়েছিল এই ছবি। সেই সময় বক্সঅফিসেও বেশ সাফল্য পায় এই ছবি। কোমায় স্বামী। এমন জটিল পরিস্থিতিতেই মুখোমুখি হয় অতীত এবং বর্তমান স্ত্রী। তবে তাঁরা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে এই সাক্ষাৎ গোপনই থাকবে সারাজীবন। কিন্তু তারপর?

ছবি প্রসঙ্গে বলতে গিয়েই চূর্ণীর বক্তব্য উঠে আসে সম্পর্কের কথা। তাঁর কথায়, ‘অর্ধাঙ্গিনী’ বলতে কেবল একজন নারীকেই বোঝায় না। তিনি বলেন, “ঠিক যতটা অর্ধেক একজন নারী, ততটাই অর্ধেক একজন পুরুষও। একজন স্বামী-স্ত্রীর সম্পর্ক পার্টনারশিপের মতো। ‘অর্ধেক’ হতে গেলে দু’জনকেই হতে হয়। কিন্তু একে অপরের পূর্ণতাকে গ্রাস করে নয়। নিজেদের নিজস্বতা রেখেই যেন মিলেমিশে থাকতে পারে।”

অভিনেত্রী এও মনে করেন, সম্পর্ক মানেই কেবল আপোশ করা নয়। তিনি বলেন, “আজকের যুগের মেয়েরা আর মানিয়ে নেয় না। বরং সেটাই ভাল করে। মানিয়ে নেওয়া মানে এক তরফা কম্প্রোমাইজ নয়। এখনকার মেয়েরা সেই বিভাজনটা ভাল করেই বোঝে।” যদিও তিনি এটাও বলেন, “এই ‘স্বাধীনতা’ বা ‘রাইটস’-এর ব্যাখ্যা অনেক সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *