রাজ্যেও করোনার চোখরাঙানি! বাড়ছে ওমিক্রনেরই উপপ্রজাতি জেএন.১ এর দাপট

0

অন্যান্য: ফের ২০২০ সালের স্মৃতি কি ফিরছে? দেশজুড়ে আবারও করোনার চোখরাঙানি। কেরল ও মহারাষ্ট্রে যেমন বাড়ছে আতঙ্ক, তেমনই বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। মুম্বই থেকে ফিরে গুরুগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন এক জন। এরই মাঝে আতঙ্কের পারদ চড়ল আরও এক ধাপ। কারণ বাংলাতেও এ বার কোভিডের থাবা।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এক জন আক্রান্ত হয়েছে বলে খবর। যদিও তিনি এখন করোনা মুক্ত। চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় মেলে কোভিডের থাবা। তারপর প্রায় এক সপ্তাহ আইসোলেশনে রাখা হয় তাঁকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭। অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে সতর্কতামূলক গাইডলাইন। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়াতে বাড়ছে কোভিডের দাপট। এ বার করোনার যে প্রজাতির সংক্রমণ বাড়ছে, তা ওমিক্রনেরই উপপ্রজাতি জেএন.১।

তবে আতঙ্কে না থেকে চিকিৎসকরা জানাচ্ছেন,  পরিস্থিতি কতটা সমস্যাজনক, তা ভালভাবে পর্যবেক্ষণ করা এবং সেই মতো সঠিক সতর্কতা বজায় রাখা।

বিশষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ‘আরটিপিসিআর’-এর সংখ্যা বাড়ানো জরুরি। সাধারণ মানুষেরও উচিত বেঁধে দেওয়া করোনা গাইডলাইন মেনে চলা। বিষয়টি উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। সূত্রের খবর, মুম্বইতে কমপক্ষে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। ‘টাইমস অফ ইন্ডিয়া’ সূত্রে খবর, ভর্তি হওয়া রোগীদের সিংহভাগই কেইএম হাসপাতাল থেকে সেভেন হিলস হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *