পিলারে ফাটল কবি সুভাষ স্টেশনে! নিউ গড়িয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ মেট্রো

0




ভরা বর্ষায় নিত্যযাত্রী ভোগান্তির আশঙ্কা বাড়ল। প্লাটফর্মে পিলারে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ থেকে মেট্রো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল মেট্রো কর্তৃপক্ষ। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করবে।
সোমবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক থাকলেও দুপুরের থেকে কবি সুভাষ থেকে মেট্রো চলাচলে বিঘ্ন দেখা দেয়। বেশ কিছু ট্রেনকে তখন থেকেই কবি সুভাষের বদলে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ট্রেনগুলি ছাড়ে। সন্ধেয় মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের কয়েকটি স্তম্ভে কয়েকটি ফাটল লক্ষ্য করা গেছে। ভারী বৃষ্টির কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। এই ঘটনা নজরে আসতেই তড়িঘড়ি নিরাপত্তাজনিত কারণে কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো চলাচল বন্ধ করে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে রেক রক্ষণাবেক্ষণের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে খালি গাড়ি কবি সুভাষ কারসেডে যাচ্ছে। এছাড়াও কবি সুভাষ থেকে অভিমুখ বদল করে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাত্রা শুরু করছে মেট্রোগুলি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফাটল দ্রুত মেরামতি করা হবে। কবে থেকে আবার কবি সুভাষ থেকে পরিষেবা চালু হবে তার এ দিন জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‌ইঞ্জিনিয়ারিং সমস্যার জন্য কবি সুভাষে কোনও গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। দুপুর পৌনে ১টা থেকে সমস্যা দেখা দিয়েছে। যখনই সম্পূর্ণ পথে মেট্রো চালানো সম্ভব হবে, জানিয়ে দেওয়া হবে।’ কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল না করায় সমস্যায় পড়তে চলেছেন অফিস ফেরত যাত্রীরা তা বলার অপেক্ষা রাখে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *