রাহুলের সিটি থামিয়ে পাল্টা সেঞ্চুরিতে মিচেল ম্যাচ জেতালেন, ভারত-নিউজিল্যান্ড সিরিজে সমতা

0

কেএল রাহুলের সেঞ্চুরি। পাল্টা সেঞ্চুরি ড্যারিল মিচেলের। তাতেই দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরল নিউজিল্যান্ড। ভারতকে ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করে ভারত কেএল রাহুলের অপরাজিত ১১২ রানের সৌজন্যে তোলে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান। জবাবে ৩ উইকেট হারিয়েই মিচেলের অপরাজিত ১৩১ রানে নিউজিল্যান্ড জয়ের বন্দরে পৌঁছে যায়।
মূলত বোলারদের ব্যর্থতাতেই হার ভারতের। কুলদীপ যাদব ১০ ওভারে ১ উইকেট নিলেও, খরচ করেছেন ৮২ রান। হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা একটি করে উইকেট পেলেও, চাপ দিতে পারেননি কেউই।


এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই ওপেনার রোহিত ও শুভমন। ৩৮ বলে মাত্র ২৪ রান করে রোহিত প্যাভিলিয়নে ফিরে যান।ওপেনিং জুটিতে ওঠে ৭০ রান। রোহিত আগে থামলেও অর্ধশতরানের ইনিংস খেলেন অধিনায়ক শুভমন। ফেরেন ৫৬ রান করে। ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়স আইয়ার। সেই চাপ সামাল দেন কেএল রাহুল। রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন রাহুল। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। মাত্র ৯২ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।এছাড়া জাদেজা ২৭, নীতিশ ২০ ও হর্ষিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।


জবাবে প্রথমে ডেভন কনওয়ে (১৬)ও হেনরি নিকোলস (১০) কে ভারতীয় বোলাররা দ্রুত আউট করলেও, উইল ইয়ং ও ড্যারিল মিচেল খেলার পরিস্থিতি ঘুরিয়ে দেন। শেষপর্যন্ত হার বাঁচাতে পারেনি ভারত।
আগামী রবিবার (১৮ জানুয়ারি) এই সিরিজের তৃতীয় ম্যাচ হবে। এটাই হতে চলেছে সিরিজের নির্ণায়ক ম্যাচ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *