নিজের শহরেই নিরাপদ নন দেবচন্দ্রিমা! আতঙ্কে লিখলেন, ‘দ্রুত কলকাতা ছাড়তে চাই…’ কেন?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিছুদিন আগেই খবর রটেছিল, ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন নাকি দেবচন্দ্রিমা সিংহ রায়। পরে নিজেই জানান, ওই ‘প্রোফাইল’-এর নেপথ্যের মানুষটি আসলে অন্য কেউ। অভিনেত্রীর ছবি ব্যবহার করে এমনটা করা হচ্ছে। এ বার বিপদ আরও জটিল। নিজের শহরেই আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। রবিবার দেবচন্দ্রিমা নিজেই জানালেন সে কথা। অভিনেত্রীর কথায়, ‘ভীষণ আতঙ্কে আছি। নিজের শহরে এ রকম পরিস্থিতি হবে, ভাবতেই পারিনি।’

এমনকি, যে শহরে অভিনেত্রীর এত জনপ্রিয়তা, সেই শহর ছেড়েই শেষমেশ পালাতে চান তিনি। অবশ্য নায়িকা এও বিশ্বাস করেন, ‘আতঙ্কে শহর চেড়ে পালানোটা কোনও সমস্যার সমাধান হতে পারে না।’ ঠিক কী হয়েছে? সমাজমাধ্যমে দেবচন্দ্রিমা লেখেন, ‘এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। বেশ কিছু দিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনও আমার সম্পর্ক নিয়ে। কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।’ নিজের আবাসনেই নাকি চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছেন তিনি।

অভিনেত্রী লেখেন, ‘ আতঙ্কে কাঁপছি। কোনও নারীর সঙ্গেই এমনটা হওয়া উচিত নয়। আমি নিজেও জানি না এর নেপথ্যে কোনও মহিলা রয়েছেন না পুরুষ। কিন্তু একদিন সব সত্যি প্রকাশ্যে আসবে।’ তিনি আরও লেখেন, ‘আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই। মনে হয় যেন আমি আর মানুষ নেই। তবে এখন থেকে এটাই করতে হবে।’

তিনি জানান, এই মুহুর্তে সকলেই দূরে সরিয়ে দিচ্ছেন তিনি। যদিও অভিনেত্রীর কথায়, ‘এটা আমার দোষ নয়, আমি খুবই আতঙ্কিত, ভয়ে জর্জরিত…’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *