‘ঘিবলি’ আর্টে ঢেকেছিলেন ‘সঙ্গী’র মুখ, এ বার ‘ডেটিং অ্যাপ’-এ কাকে খুঁজছেন দেবচন্দ্রিমা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বহু আগে থেকেই বেশ কিছু বিষয়কে ঘিরে আলোচনায় রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রাক্তন সায়ন্ত মোদককে ঘিরে বিতর্কে তিনিও উঠে এসেছেন খবরের শিরোনামে। যদিও সেই সবকিছুর মাঝেই অনুরাগীদের নজর কেড়েছিল তাঁর একটি পোস্ট। গত মার্চ মাসে ভাইরাল হওয়া ‘ঘিবলি আর্ট’-এর আদলে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে সেই ফ্রেমে অভিনেত্রী একা ছিলেন না। ছিল কার্টুনের বেশে এক পুরুষের ছবিও। তারপর থেকেই অনুরাগীমহলে হইচই, এ ভাবেই কি প্রেমে ইস্তেহার দিলেন দেবচন্দ্রিমা? যদিও এই প্রসঙ্গে সরাসরি মুখ না খুললেও এ বার ডেটিং অ্যাপে ধরা দিলেন অভিনেত্রী! নতুন প্রেম খুঁজছেন বুঝি সেখানে?
বিষয়টা খোলসা করেই বলা যাক। আসলে ওই প্রোফাইলটি অভিনেত্রীর নিজের নয়। বরং আদ্যোপান্ত পুরোটাই ভুয়ো। সমাজমাধ্যমে এই বিষয়ে সাবধান করেছেন অভিনেত্রী নিজেই। ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।’ যদিও তিনি প্রথম নন, এর আগে এমন ফাঁপরে পড়তে হয়েছে বহু তারকাকেই। তবুও যথেষ্ট চিন্তিত নায়িকা। দেবচন্দ্রিমা লেখেন, ‘কেউ একজন আমার হয়ে কথা বলছেন সবার সঙ্গে। যেন এটাই তাঁর একমাত্র কাজ। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, ওই মানুষটা আমি নই।”
তিনি জানান, কোনওদিনই এমন অ্যাপে অ্যাকাউন্ট ছিল না তাঁর। দেবচন্দ্রিমা লেখেন, “আমার এখনও কোনও ডেটিং অ্যাপ নেই। আর অতীতেও কোনওদিন ছিলাম সেখানে।’ সেই সঙ্গেই তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, মানুষকে ‘সোয়াইপ’ করার ওই সময়টা জীবনে পেরিয়ে এসেছি। ডেটিং অ্যাপগুলিকে অপমান করছি না। অনেকেই নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন সেখানে। কিন্তু আমি সেই দলে নেই। কোনওদিন ইচ্ছেও ছিল না। তাই যদি আমার কোনও প্রোফাইল কারও চোখে পড়ে বা সেখান থেকে কোনও ম্যাসেজ আসে, তাহলে তখনই রিপোর্ট মেরে দেবেন।”
সেইসঙ্গে অভিনেত্রী এও জানান, এই বিষয়টির বিরুদ্ধে ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ করছেন তিনি।