সমাজমাধ্যমে কিরণকে আনফলো দেবচন্দ্রিমার, সায়ন্তর দুই ‘প্রাক্তন’-এর সম্পর্কে এ বার ফাটল!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটা বিচ্ছেদ। তারপর একের পর এক বিস্ফোরক অভিযোগের পাহাড়। কিছু মাস আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেত্রী, মডেল কিরণ মজুমদার। প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে কম চর্চা হয়নি সেই সময়ে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে একেবারে ভেঙে পড়েছিলেন কিরণ। আর সেই কঠিন পরিস্থিতিতেই তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
খুব কম সময়ের মধ্যেই ভাল বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। কিরণের হয়ে গলা ফাটানো থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো, দুই নেটপ্রভাবীর বন্ধুত্ব যেন চোখে পড়ার মতোই ছিল। এ বার সবটাতেই কি ছন্দপতন? নেটপাড়ার গুঞ্জন বলছে কিছুটা এমনই।
মাত্র কয়েক মাসের মধ্যেই দুই বন্ধুর সম্পর্কে বদল এসেছে! সমাজমাধ্যম থেকে কিরণকে আনফলো করেছেন দেবচন্দ্রিমা। এমনকি, নিজের ইউটিউব চ্যানেল থেকে দু’জনের ভিডিয়ো এবং তাঁদের সব ছবি মুছে দিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছে নাকি প্রাক্তন সায়ন্তই। মাঝে কিছুদিন সমাজমাধ্যম থেকে বিরতি নিয়েছিলেন দেবচন্দ্রিমা। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি এখনও কেউই।