নাম সরছিল পরপর ছবি থেকে, বঙ্গার কটাক্ষ, এর মাঝেই প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস দীপিকার!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত কয়েক মাসেই বারবার আলোচনায় উঠে এসেছেন দীপিকা পাডুকোন। পরিচালক সন্দীপ রেড্ডির বঙ্গারর সঙ্গে কাজ নিয়ে বিতর্কের জেরেই হোক অথবা কাজের সময়সীমা নিয়ে মন্তব্য নিয়ে, অভিনেত্রীকে ঘিরে দু’দলে ভাগ হয়েছিল নেটদুনিয়া। এমনকি, ‘স্পিরিট’, ‘কল্কি’র মতো ছবি থেকেও নাম সরছিল তাঁর। তবে সে সব এখন অতীত। বিতর্কের মাঝেই প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা।

২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম-এর তালিকায় অভিনেত্রীর নাম। এই তালিকায় নিজেদের নাম খোদাই করার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের তাবড় তাবড় তারকারা। দীপিকা প্রথম কোনও ভারতীয়, যিনি জায়গা পেলেন বহু সম্মানিত এই তালিকায়।

চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নামও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। তাঁদের সঙ্গেই এই বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন দীপিকা।

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির হাত ধরে হলিউডের দুনিয়ায় হাতেখড়ি হয় তাঁর। ভিন ডিজেলের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এর পর হলিউড ছবিতে দীপিকার বিশেষ দেখা না পেলেও, আন্তর্জাতিক মঞ্চে নিজের ভূমি শক্ত করেই ফেলেছেন তিনি। তারই প্রমাণ মিলল সম্প্রতি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *